নির্দিষ্টভাবে কোনও দিনক্ষণ জানানো হল না। তবে রাজ্য জয়েন্টের কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হল। আগামী অগস্টের তৃতীয় সপ্তাহে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশন শুরু হতে পারে। তারপর সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিংয়ের তিনটি পর্যায় শেষ করার বিষয়ে আশাপ্রকাশ করেছে রাজ্য জয়েন্ট বোর্ড।
শুক্রবার জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা সিট ম্য়াট্রিক্স তৈরি করে ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশন। কোনও কলেজ যদি নতুন কোনও বিষয় অন্তর্ভুক্ত করতে চায়, তাহলে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিকাল এডুকেশনের (এআইসিটিই) কাছে আবেদন করতে হয়। সেই অনুমোদন পাওয়ার শেষদিন হচ্ছে ৩০ জুলাই। তারপর সেই সংক্রান্ত তথ্য পাবে সংশ্লিষ্ট কলেজ। যা উচ্চশিক্ষা দফতরের অধীনে থাকা ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের কাছে জমা পড়বে। সেজন্য আরও ১৫ দিন লাগতে পারে বলে ধরা হচ্ছে।
(WB Joint Entrance Results 2022 Live Updates: রাজ্য জয়েন্ট এন্ট্রাসের ফলাফলের লাইভ আপডেট দেখুন এখানে)
তাহলে কবে থেকে অনলাইনে কাউন্সেলিং শুরু হবে?
জয়েন্ট বোর্ডের তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অগস্ট নাগাদ 'ডাইরেক্টরেট অফ টেকনিকাল এডুকেশনের থেকে সিট ম্য়াট্রিক্স মিলবে। তারও এক সপ্তাহ পর থেকে অর্থাৎ অগস্টের তৃতীয় সপ্তাহ থেকে অনলাইনে কাউন্সেলিংয়ের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হতে পারে। সেপ্টেম্বরের মধ্যেই কাউন্সেলিংয়ের তিনটি পর্যায় শেষ করার বিষয়ে আশাপ্রকাশ করেছে রাজ্য জয়েন্ট বোর্ড।
২) WBJEE 2022 ট্যাবে ক্লিক করুন।
৩) WBJEE 2022 Result লিঙ্কে ক্লিক করুন।
৪) নিজের প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
৫) নিজের ‘র্যাঙ্ক কার্ড’ দেখে নিন। তা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে রেখে দিন।