ঘোষণা করা হল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (আরআরবি) গ্রুপ 'ডি' পরীক্ষার সূচি। একাধিক পর্যায়ে আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পরীক্ষা। কোন প্রার্থীদের কোন শহরে পরীক্ষা হবে, কবে হবে, তা পরীক্ষার ১০-১২ দিন আগে ঘোষণা করা হবে। যে পরীক্ষার মাধ্যমে ১.০৩ লাখ শূন্যপদে নিয়োগ করবে রেল। সেজন্য আবেদন করেছেন ১.১৫ কোটি প্রার্থী।এমনিতে ২০১৯ সালের ২৩ ফেব্রুয়ারি আরআরবি গ্রুপ 'ডি' পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। সেই বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পরীক্ষা (কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটি) হতে পারে বলে জানিয়েছিল রেল। কিন্তু তা হয়নি। পরে করোনাভাইরাসের ধাক্কায় আরও পিছিয়ে গিয়েছিল পরীক্ষা। তা নিয়ে প্রার্থীরা দীর্ঘদিন ধরে তাঁরা উদ্বেগের মধ্যে আছেন। সেই পরিস্থিতিতে নয়া রেলমন্ত্রী হিসেবে অশ্বিনী বৈষ্ণব দায়িত্ব নেওয়ার পরই গ্রুপ 'ডি' পরীক্ষার সূচি প্রকাশের দাবি তুলেছিলেন প্রার্থীরা। অবশেষে সেই পরীক্ষার সূচি ঘোষণা করা হল।(বিস্তারিত পরে আসছে)