আইবিপিএস স্পেশালিস্ট অফিসার (IBPS SO) নিয়োগ প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। গত ৩০ ডিসেম্বর সেই পরীক্ষা নিয়েছিল 'ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন' (Indian Institute of Banking Personnel Selection বা আইবিপিএস। ওই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১,৪০২টি শূন্যপদ পূরণ করা হতে চলেছে। যে প্রার্থীরা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন, তাঁরা আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইট ibps.in থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। আইবিপিএসের তরফে জানানো হয়েছে, ১৬ জানুয়ারি থেকে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আইবিপিএস স্পেশালিস্ট অফিসারের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা।
কীভাবে IBPS SO নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখবেন?
১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশনের (IBPS) অফিসিয়াল ওয়েবসাইট ibps.in-তে যেতে হবে প্রার্থীদের।
২) হোমপেজেই ‘Result Status of Online Preliminary Examiantion CRP-SPL-XIII’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে প্রার্থীদের।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকে লেখা আছে 'Common Recruitment Process for Recruitment of Specialist Officers in Participating Banks (CRP SPL-XIII)'। আর সেটার নীচেই আছে 'Common Recruitment Process for Recruitment of Specialist Officers in Participating Banks (CRP SPL-XIII)'। সেটার ডানদিকেই 'Login Credential' দেখতে পাবেন। রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্মতারিখ দিতে হবে। আর ক্যাপচা দিয়ে লগইন করতে হবে প্রার্থীদের।
৪) স্ক্রিনে IBPS SO নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখাবে। যা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
IBPS SO নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল দেখার ডিরেক্ট লিঙ্ক -
IBPS SO নিয়োগের মেনস পরীক্ষা কবে হবে?
যে পরীক্ষার্থীরা আইবিপিএস স্পেশালিস্ট অফিসার (IBPS SO) নিয়োগ প্রক্রিয়ার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা মেনস পরীক্ষা দিতে পারবেন। আগামী ২৮ জানুয়ারি IBPS SO নিয়োগের মেনস পরীক্ষা হবে। মেনস পরীক্ষার অবজেকটিভ টেস্টে প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে। ০.২৫ নম্বর কেটে নেওয়া হবে। যদি কোনও প্রশ্নের উত্তর না দেওয়া হয়, তাহলে কোনও নেগেটিভ মার্কিং হবে না। অর্থাৎ কোনও পেনাল্টি হবে না। অনলাইন মেনস পরীক্ষায় যে নম্বর মিলবে, সেটা পরবর্তী ইন্টারভিউ রাউন্ড এবং মেধাতালিকা প্রস্তুতের জন্য কাজে লাগবে।
আরও পড়ুন: UGC NET 2023 Result: UGC NET-র রেজাল্ট প্রকাশিত হবে কবে? ঘোষণা NTA, কীভাবে দেখতে পারবেন ফলাফল?