IBPS-র প্রবেশনারি অফিসার (PO) নিয়োগের মেনস পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। যে প্রার্থীরা মেনস পরীক্ষা দিয়েছেন, তাঁরা 'Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। যাঁরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাঁরা ইন্টারভিউয়ের ডাক পাবেন। আইবিপিএসের সঙ্গে হাত মিলিয়ে সেই ইন্টারভিউ প্রক্রিয়া নেবে সংশ্লিষ্ট ব্যাঙ্ক। একটি নির্দিষ্ট কেন্দ্রে সেই ইন্টারভিউ নেওয়া হবে। কোথায়, কখন সেই ইন্টারভিউ হবে; তা কললেটারে জানিয়ে দেওয়া হবে। যা পরবর্তীতে IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।
কীভাবে IBPS-র মেনস পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন প্রার্থীরা?
১) ‘Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in-তে যেতে হবে।
২) হোমপেজের উপরের দিকে ‘Result Status of Online Main Examination for CRP-PO/MT-XIII’ দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
৩) একটি নতুন পেজ খুলে যাবে। উপরের দিকে ‘Common Recruitment Process (CRP) for Recruitment of Probationary Officers / Management Trainees in Participating Banks (CRP PO/MT-XIII)’ আছে। সেটার নীচেই আছে ‘Online Main Exam Result Status’। ডানদিকে থাকা ‘Login Credential’-এ নীচে থাকা রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ বা পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে ‘Submit’ করতে হবে।
৪) স্ক্রিনে IBPS-র মেনস পরীক্ষার রেজাল্ট দেখা যাবে। প্রার্থীরা নিজেদের রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
IBPS-র মেনস পরীক্ষার রেজাল্ট দেখার ডিরেক্ট লিঙ্ক-
উল্লেখ্য, গত ৫ নভেম্বর দেশের বিভিন্ন প্রান্তে IBPS-র PO-র মেনস পরীক্ষা হয়েছিল। আজ রেজাল্ট প্রকাশিত হল। সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির শুরুতেই ইন্টারভিউ হবে। সেজন্য প্রার্থীরা 'Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র অফিসিয়াল ওয়েবসাইট থেকে কললেটার ডাউনলোড করতে পারবেন। তারপর প্রার্থীদের ইন্টারভিউ হতে পারে ফেব্রুয়ারিতেই। যদিও এখনও চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়নি।
আইবিপিএস প্রবেশনারি অফিসার পদে নিয়োগের মাধ্যমে কতজনকে নিয়োগ করা হবে?
২০২৩ সালের 'Indian Institute of Banking Personnel Selection’ বা IBPS-র প্রবেশনারি অফিসার (PO) নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে মোট ৩,০৪৯টি শূন্যপদ পূরণ করা হবে।