জবাব মিলল অনেক দিন থেকে জেগে থাকা প্রশ্নের। ৭০তম জন্মদিনে কী উপহার চান, তা শেষ পর্যন্ত সবিস্তারে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাতে টুইটারে নিজের ইচ্ছা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, ‘অনেকেই জানতে চান, জন্মদিনে আমি কী উপহার পেতে আগ্রহী। এই মুহূর্তে এই জিনিসগুলি আমি পেতে চাই।’এর পরেই তাঁর ইচ্ছার তালিকা প্রকাশ করেছেন নমো। তিনি লিখেছেন, ‘মাস্ক পরে থাকুন এবং তা সঠিক ভাবে ব্যবহার করুন। সামাজিক দূরত্ববিধি মেনে চলুন। মনে রাখুন দুই গজের দূরত্ব। জন সমাগম এড়িয়ে চলুন। নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। আসুন, আমাদের এই গ্রহকে সুস্থ সবল করে তুলি।’ ভারতে কোভিড সংক্রমণের দ্রুত গতি চিন্তায় ফেলেছে প্রশাসনকে। বুধবার দেশে কোভিড পরীক্ষার মোট সংখ্যা ৬ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। কিন্তু ৯৭,০০০ এর বেশি নতুন রোগীর সন্ধান পাওয়ায় অ্যাক্টিভ কেস ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে ভারতে মোট করোনা আক্রান্ত ৫১ লাখের বেশি, মৃত্যু হয়েছে ৮৩,০০০ মানুষের।