দার্জিলিংয়ের গোর্খা মঞ্চ ভবনে পশ্চিমবঙ্গের পশু চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজন করতে চলেছে একটি দ্বিবার্ষিক সভা। ২০২৬ সালের ২৪ ও ২৫ জানুয়ারি এই সভা অনুষ্ঠিত হবে। এবারের সভার ম্যাসকট রেড পান্ডা। দার্জিলিং চিড়িয়াখানা রেড পান্ডার সংরক্ষণ ও প্রজননের জন্য সুপরিচিত। অন্যদিকে সেনচল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও সিঙ্গালিলা ন্যাশনাল পার্কেও দেখা যায় রেড পান্ডা। তাই এই বিশেষ ম্যাসকটকে বেছে নেওয়া হয়েছে।
আরও পড়ুন - ‘ফ্রি-এর খাটনি বাড়ছে দেশে’ পারিশ্রমিক না পেয়ে এবার সোশাল মিডিয়ায় বিষ্ফোরক যুবক
দ্বিবার্ষিক এই অধিবেশনে আলোচনা হবে মূলত পশু প্রতিপালন নিয়ে। এনভারনমেন্টে: অ্যানিমাল হেলথ পারসপেকটিভ শীর্ষক আলোচনায় যোগ দেবেন রাজ্যের বিশিষ্ট পশু চিকিৎসকরা। কীভাবে পশু প্রতিপালনের মধ্যে দিয়ে অর্থনীতিকে আরও সুদৃঢ় করা যায়, সেটাই মূলত আলোচনার বিষয়বস্তু এবারে।