ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কি থাপ্পড় খেলেন স্ত্রী'র হাতে? একটি ভিডিয়োর প্রেক্ষিতে এমনই প্রশ্ন উঠে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ভিয়েতনামের হ্যানয়ে পৌঁছানোর পরে ফরাসি প্রেসিডেন্টের বিমানের দরজা খুলে দিচ্ছেন একজন। তাঁর পিছনে ডানদিকে দাঁড়িয়ে আছেন ফরাসি প্রেসিডেন্ট। সেইসবের মধ্যেই আচমকা লাল পোশাক পরা একজনের দুটো হাত ম্যাক্রোঁর মুখে আছড়ে পড়ে। তাতে কিছুটা ছিটকে ওঠেন ফরাসি প্রেসিডেন্ট। তা দেখে বিমানের সামনে দাঁড়িয়ে থাকা এক মহিলা যেন কিছুটা অস্বস্তিতে পড়ে পিছু হটে যান। তারইমধ্যে বাইরের দিকে হাত নাড়ান ফরাসি প্রেসিডেন্ট। বেরিয়ে আসেন বিমানের বাইরে। পিছন-পিছন লাল পোশাক পরা ফ্রান্সের প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিটও বেরিয়ে আসেন। হাত মেলান বিমানের দরজা খুলে দেওয়া ব্যক্তির সঙ্গে। তা দেখে হাত বাড়িয়ে স্ত্রী'র জন্য অপেক্ষা করতে থাকেন ফরাসি প্রেসিডেন্ট। কিন্তু তাঁর হাত ধরেননি ব্রিজিট। বরং পাশাপাশি দু'জনে হেঁটে যেতে থাকেন।
আরও পড়ুন: চিনের সেনার ছবিকে পাক ‘অপারেশন বুনিয়ান’ বলে চালিয়ে দিলেন মুনির! ছবি গিফট কাকে?
ফরাসি প্রেসিডেন্টের দাম্পত্য জীবনে সমস্যা?
আর ভিডিয়ো দেখে নেটিজেনদের একাংশ বলতে থাকেন যে ফরাসি প্রেসিডেন্টকে নাকি থাপ্পড় মেরেছেন ব্রিজিট। প্রশ্ন ওঠে যে দু'জনের দাম্পত্য জীবনে কি কোনও সমস্যা চলছে? তা নিয়েই ঝামেলার জেরে কি এরকম পরিস্থিতি তৈরি হল?
‘মজা করছিলাম…’, দাবি ফরাসি প্রেসিডেন্টের
যদিও দাম্পত্য জীবনে সমস্যার কথা উড়িয়ে দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, হ্যানয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন যে মাঝেমধ্যেই তাঁরা যেমন মজা করেন, সেটাই করছিলেন। আর অতীতে তো ভিডিয়ো দেখিয়ে এমনও ভুল ব্যাখ্যা করা হয়েছিল যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেব এরদোয়ানের সঙ্গে কোকেনের ব্যাগ রদবদল করছেন বা তাঁকে জোরে-জোরে কিছু বলছেন ফরাসি প্রেসিডেন্ট। তাঁর কথায়, ‘এগুলোর কোনওটাই ঠিক নয়। প্রত্যেকের শান্ত হয়ে যাওয়া উচিত।’