পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > পুরীতে উলটে গেল ফেরি নৌকা, তাতেই ছিলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদা ও বউদি!
পুরীতে ছুটি কাটাতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়লেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দাদা তথা সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ও তাঁর স্ত্রী অর্পিতা। সংবাদমাধ্যমে প্রকাশ, পুরীতে গিয়ে ফেরি নৌকায় উঠেছিলেন তাঁরা। কিন্তু, সেই নৌকা উলটে যায়! তবে, বড় কোনও অঘটন ঘটেনি বলেই শোনা যাচ্ছে। সময় থাকতেই স্নেহাশিস ও তাঁর স্ত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, এখন এই দম্পতি কোথায় আছেন সেটা জানা সম্ভব হয়নি। যদিও, তাঁরা ভালো আছেন বলেই জানা গিয়েছে।
ঘটনার খবর সামনে আসার পর সংবাদমাধ্যমের তরফে স্নেহাশিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। কিন্তু, সেটা সম্ভব হয়নি। যদিও স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সঞ্জয় দাস নামে এক ব্যক্তি আনন্দবাজার ডট কমকে জানিয়েছেন, 'হ্যাঁ, এইরকম একটা ঘটনা ঘটেছিল। তবে বড় বিপদ হয়নি। ওঁরা ভাল আছেন।'