আবারও স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হল। তাতে বলা হয়েছে, স্বাস্থ্য ভবনের মধ্যেই নাকি চারটি আরডিএক্স রাখা রয়েছে। আজ (মঙ্গলবার - ২৭ মে, ২০২৫) বিকেল ৫টা বাজলেই সেগুলি ফেটে যাবে! তাতে উড়ে যাবে স্বাস্থ্য ভবন!
বিষয়টি নজরে আসার পরি বিধাননগর পুলিশকে সবটা জানানো হয়। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করার পাশাপাশি কোথাও সত্যিই বিস্ফোরক আছে কিনা, তা খতিয়ে দেখছে। একইসঙ্গে সাইবার ক্রাইম বিভাগকেও তদন্তে লাগানো হয়েছে।
এর আগে সোমবারও একই ঘটনা ঘটেছিল। হুমকি ইমেল পাঠিয়ে বলা হয়েছিল, স্বাস্থ্য ভবনে বিস্ফোরক রাখা রয়েছে। সেটি নির্দিষ্ট সময় ফেটে যাবে। যদিও শেষমেশ তেমন কিছুই হয়নি। সারা স্বাস্থ্য ভবন চত্বর খুঁজেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি। অনুমান করা হচ্ছে, শুধুমাত্র ভয় দেখাতে, কিংবা নিছক মশকরা করতেই এই কাণ্ড ঘটানো হয়েছে।
তবে, সোমবারের ঘটনায় যে ইমলে অ্য়াকাউন্ট থেকে হুমকি মেল পাঠানো হয়েছিল, মঙ্গলবার সেই একই মেল অ্য়াকাউন্ট ব্যবহার করা হয়নি। এদিনের ইমেলটি এসেছে অন্য একটি অ্যাকাউন্ট থেকে। কে বা কারা এমন ঘটনা ঘটাচ্ছে, তা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে, বারবার এমন ঘটনা ঘটায় স্বাস্থ্য ভবনের কর্মী ও আধিকারিকদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। পৌঁছে গিয়েছেন সাইবার বিশেষজ্ঞরাও।