ইদানীংকালে নানা ধরনের রিলস তৈরি করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করার প্রবণতা মারাত্মক বেড়েছে। এমনকী, রিলসের নেশায় অসংখ্য দুর্ঘটনাও ঘটছে। তাতে প্রাণহানি পর্যন্ত হচ্ছে। তবু হুঁশ ফিরছে না রিলসপ্রেমীদের। উলটে সেই তালিকায় কলকাতা পুলিশের একটা অংশ নাম লিখিয়ে ফেলেছে দাবি করা হচ্ছে।
সংবাদমাধ্যমে প্রকাশ, রিলস তৈরি করে পোস্ট করা নিয়ে পুলিশকর্মীদের একাংশের এই বাড়াবাড়িতে বেজায় চটেছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁর সাফ কথা, ডিউটিতে থাকা অবস্থায়, কিংবা পুলিশের উর্দি পরে এসব করা চলবে না।
দাবি করা হচ্ছে, চলতি মাসের ক্রাইম মিটিংয়ে এই ঘটনাগুলি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পুলিশ কমিশনার। পুলিশ মহল সূত্রে খবর, এবার থেকে লালবাজার এই ধরনের ঘটনার উপর কড়া নজর রাখবে। কর্তব্যরত অবস্থায় বা পুলিশের উর্দি পরে কেউ রিলস তৈরি করলে বা তা সোশাল মিডিয়ায় পোস্ট করলে, সেই পুলিশকর্মীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, কলকাতা পুলিশের একটা ঐতিহ্য আছে। রিলস তৈরির মতো বিষয়গুলি সেই ঐতিহ্য লঘু করে দেয়। সেটা কাম্য নয়। তাছাড়া, অনেক সময় এইসব রিলস থেকেও অনেক গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাতে শুধু পুলিশের নয়, সাধারণ মানুষেরও বিপদ বাড়তে পারে। এই কারণেই বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়ে থাকতে পারেন পুলিশ কমিশনার তথা লালবাজারের কর্তারা।