
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
মুম্বই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন বছর চৌষট্টির গজানন মালজালকর। ৪ কিমি দৌড়নোর পরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
রবিবার ম্যারাথনে প্রবীণ নাগরিকদের জন্য নির্দিষ্ট বিভাগে তিনি অংশগ্রহণ করেন। আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে গেলে তাঁকে বম্বে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে নিহত ঘোষণা করেন চিকিত্সকরা।
এ দিনের ম্যারাথনে আরও দুই অংশগ্রহণকারী হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন। হিমাংশু ঠক্কর (৪০) অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হওয়ার পরে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে জানা গিয়েছে। অন্য এক দৌড়বীরকে হাসপাতালে ভরতি করার পরে প্রাথমিক চিকিত্সার পরে ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৫.১৫ থেকে শুরু হয় মুম্বই হাফ ম্যারাথন। সকাল ৬.৩০ থেকে শুরু হয় ১০ কিমি দূরত্বের ম্যারাথন।
১০ কিমি ব্যাপী ম্যারাথন এ দিন শুরু হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (সিএসটি) থেকে। দৌড়ে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার মানুষ। দৌড়ের রুটে পড়ছে বান্দ্রা-ওরলি সি লিঙ্ক, মেরিন ড্রাইভ, মহালক্ষ্মী রেসকোর্স, হাজি আলি ও পেডার রোড।
৳7,777 IPL 2025 Sports Bonus