লকডাউন বিধি শিথিল করে শর্তসাপেক্ষে দোকান খোলা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তাতে রয়েছে মদের দোকান খোলার বিষয়েও শর্তাবলী।
শুক্রবার রাতে দেশের পুর ও পুরনিগম এলাকার বাইরে ৫০% কর্মী নিয়ে দোকান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্র। সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব রক্ষা বিধি মেনে চলতে হবে এবং মাস্ক ব্যবহার আবশ্যিক করা হয়েছে।
আরও পড়ুন: লকডাউনে কোন কোন দোকান খোলা থাকবে, স্পষ্ট করল কেন্দ্র
সরকারি বিজ্ঞপ্তিতে কি মদের দোকান, অর্থাৎ অফ বা অন শপগুলি খোলার বিষয়ে কোনও স্পষ্ট নির্দেশ রয়েছে? রাত থেকেই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্ন।
২৪ এপ্রিল জারি করা নির্দেশিকার ৪ নম্বর শর্ততে সাফ জানানো হয়েছে, মদ এবং যে সমস্ত পণ্য বিক্রির উপরে আগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সে সবই এখন বলবৎ থাকবে।

অর্থাৎ, দেশের সর্বত্র নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য এলাকার দোকানগুলি চালু করার অনুমতি দিলেও সুরারসিকদের হতাশ করে এখনও চালু হচ্ছে না মদের দোকান, পানশালা ও নাইটক্লাবগুলি। বাদ থাকছে হোটেলে মদ বিক্রিও। এমনকি, ই-কমার্সে বাড়িতে মদ ডেলিভারি পাওয়ার আশাও নাকচ হয়ে গিয়েছে কেন্দ্রীয় নিষেধাজ্ঞায়।