বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET: কেন রঞ্জন গ্রেফতার হল না? বিচারপতির প্রশ্নের উত্তরে বিস্ফোরক উপেন বিশ্বাস
পরবর্তী খবর
TET: কেন রঞ্জন গ্রেফতার হল না? বিচারপতির প্রশ্নের উত্তরে বিস্ফোরক উপেন বিশ্বাস
1 মিনিটে পড়ুন Updated: 15 Jun 2022, 04:21 PM ISTSatyen Pal
উপেন বিশ্বাসের সাফ কথা, রঞ্জন মাত্র একটি ডট। মধ্যের মাকড়সা সে। সব জানত। তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না। দুর্নীতির শিকড় সামনে আনা উচিত। সিবিআই যেকোনও সময় আমায় ডাকতে পারে।
Ad
উপেন বিশ্বাস। ফাইল ছবি।
কলকাতা হাইকোর্টের প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলায় বার বার মোড় নিচ্ছে নানাদিকে। এনিয়ে অনেকেরই রাতের ঘুম উড়ে গিয়েছে। এদিকে প্রাক্তন সিবিআই কর্তা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস তাঁর ফেসবুক পোস্ট রঞ্জন নামে এক ব্য়ক্তির কথা উল্লেখ করেছিলেন। সেই রঞ্জনকে ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে বুধবার হাইকোর্টের শুনানিতে উপস্থিত ছিলেন উপেন বিশ্বাস। এবার সেই রঞ্জনের প্রসঙ্গই টেনে আনলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
আদালত সূত্রে খবর, এদিন বিচারপতি উপেন বিশ্বাসকে প্রশ্ন করেন, আপনি খুব শ্রদ্ধেয়।রঞ্জন গ্রেফতার হয়নি। কেন পুলিশকে জানালেন না? আপনি নিজেও মন্ত্রী ছিলেন। কেন রঞ্জন গ্রেফতার হল না?
এদিকে এই প্রশ্নটা কার্যত সাধারণ মানুষেরও। তবে তার উত্তরে উপেন বিশ্বাস কী বলেন সেদিকে আগ্রহ ছিল অনেকেরই। এনিয়ে উপেন বিশ্বাস বলেন, আমি সিবিআইয়ের ম্যান পাওয়ারে খুশি হইনি। সিবিআইয়ের ডিরেক্টরের উচিত আরও লোক নিয়োগ করা। না হলে পুনরাবৃত্তি হবে। যারা বোঝেন সেই মানুষদের থাকতে হবে। কিংপিন কি… সাধারণ অভিযুক্তদের গ্রেফতার করাও সম্ভব হবে না। জানিয়ে দেন প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাস।
উপেন বিশ্বাসের সাফ কথা, রঞ্জন মাত্র একটি ডট। মধ্যের মাকড়সা সে। সব জানত। তাকে ধরতে না পারলে তদন্ত এগোবে না। দুর্নীতির শিকড় সামনে আনা উচিত। সিবিআই যেকোনও সময় আমায় ডাকতে পারে। আমি ফ্রি। শুধু তদন্ত প্রক্রিয়া অবাধ ও স্বচ্ছ হোক।