2 মিনিটে পড়ুন Updated: 27 Jun 2023, 05:13 PM ISTAyan Das
Mamata Banerjee injury update: উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টার দুর্যোগের মধ্যে পড়েছিল। কোমর এবং পায়ে চোট পান মমতা। সেই পরিস্থিতিতে কলকাতায় ফিরে এসএসকেএমে চলে আসেন। সেখানে তাঁকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়।
এসএসকেএমে মমতা বন্দ্যোপাধ্যায়।
চোট পাওয়ায় উত্তরবঙ্গ থেকে সোজা এসএসকেএমে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে হুইলচেয়ার প্রস্তুত রাখা হলেও গাড়িতে থেকে নেমে হেঁটে-হেঁটে হাসপাতালের ভিতরে ঢুকে যান মমতা। তবে তাঁকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। সেইসময় একজন তাঁকে ধরেও ছিলেন। সূত্রের খবর, মমতার কোমর এবং পায়ে যে চোট লেগেছে, সেজন্য ইতিমধ্যে এসএসকেএমে চিকিৎসকদের দলকে প্রস্তুত রাখা হয়েছে। মুখ্যমন্ত্রীর বিভিন্ন শারীরিক পরীক্ষা করা হবে। তারইমধ্যে চোটের খবর জানতে পেরে মুখ্যমন্ত্রীকে ফোন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কেমন আছেন মমতা, সে বিষয়ে খোঁজ নেন। বড়সড় কোনও বিপদ না হওয়ায় স্বস্তিপ্রকাশ করেন রাজ্যপাল।
সেই পরিস্থিতিতে কলকাতায় ফিরে নিজেই গাড়িতে করে এসএসকেএম হাসপাতালে চলে আসেন মমতা। ততক্ষণে এসএসকেএম পৌঁছে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এসে যান এসএসকেএম হাসপাতালের অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায়। কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। তৈরি রাখা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের।