
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিজেপি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছিল। সৌরভের বাড়িতে গিয়ে খাবার খেয়ে এসেছিলেন অমিত শাহ নিজে। তবে সেই সৌরভই বিসিসিআই সভাপতির নির্বাচনে দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের তরফে দলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করলেন, বিজেপির কথা মতো কাজ না করাতেই সিংহাসচ্যুত হতে হচ্ছে মহারাজকে।
এদিন কুণাল ঘোষ বলেন, ‘উনি বাংলার গর্ব। এদিকে তিনি না থাকলেও রাজনৈতিক পিতার পুত্র থাকছেন নিজের পদে। এটা আসলে পরিবারতন্ত্র। বিজেপি আবার পরিবারতন্ত্র নিয়ে কথা বলে! বড় নেতার পুত্র থাকলেন। আর এক নেতার ছেলে (রোহন জেটলি) দায়িত্বে আসছেন। এটা নিয়ে প্রশ্ন থাকবেই। তবে এই বিষয়ে সৌরভ নিজেই ব্যাখ্যা দিতে পারবেন। তিনি যথার্থ লোক। তাঁর নিজের মানসিক পরিস্থিতি কী, সেটা বোঝা যাচ্ছে না। তবে সারা বাংলার মানুষের মধ্যে বিজেপি এই ধারণা ঢুকিয়ে দিল যে সৌরভ তাঁদের দলে যাচ্ছেন। এই জোয়ার যখন তারা তৈরি করেছিল, এর ভাটার পরিস্থিতিও বিজেপিকে সহ্য করতে হবে। তার দায় নিতে হবে। এটার সঙ্গে রাজনীতি আছে কিনা সে দিকে যাচ্ছি না।’
এদিকে তৃণমূল সাংসদ শান্তনু সেন টুইট করে লেখেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার আরও একটা উদাহরণ। অমিত শাহের ছেলেকে সচিব পদে রেখে দেওয়া হচ্ছে। কিন্তু বাদ সৌরভ। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের বলেই কি সৌরভের সঙ্গে এমনটা হল? নাকি বিজেপিতে যোগ না দেওয়ায়?’
উল্লেখ্য, আজই জানা যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে বিসিসিআই-এর পরবর্তী সভাপতি হতে চলেছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার তথা ৮৩’র বিশ্বকাপজয়ী দলের সদস্য রজার বিনি। বিনি বর্তমানে কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা হিসেবে যুক্ত রয়েছেন। সূত্রের খবর, রজার বিনি ছাড়াও এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন জয় শাহ, অরুণ সিং ধুমাল, রাজীব শুক্লা এবং রোহন জেটলি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports