পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল রাজ্য় সরকার। বাংলার মাটি বাংলার জল গানটিকে স্বীকৃতি দেওয়া হয়েছে। গানটির একটি স্তবকে বাঙালির প্রাণ, বাঙালির মন শব্দটিকে বদল করে বাংলার প্রাণ, বাংলার মন করে দেওয়া হয়েছিল। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মূল গানটিকেই রাজ্য় সঙ্গীত হিসাবেই গাওয়া হবে। অর্থাৎ সেই গানের কোনও রকম বদল হচ্ছে না।
স্টেট সং হিসাবে এবার যে লাইন থাকবে সেটা হল…
'বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল
পূণ্য হউক, পূণ্য হউক পূণ্য হউক হো ভগবান
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন
এক হউক এক হউক, এক হউক হে ভগবান'
রাজ্যের সঙ্গীত দিবস হিসাবে পয়লা বৈশাখকে বেছে নেওয়া হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি বাংলার জলকে বাংলার রাজ্য় সঙ্গীত হিসাবে বেছে নেওয়া হয়েছিল। রাজ্য সরকার ২০২৩ সালে এই সিদ্ধান্ত নিয়েছিল। বিধানসভায় প্রস্তাব পাশ করিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপর কলকাতা চলচ্চিত্র উৎসবে এই গান গাওয়া হয়েছিল। কিন্তু তাতে বাংলার প্রাণ বাংলার মন এই লাইনটি ছিল। কিন্তু রবি ঠাকুরের আসল গানে তো বাঙালির প্রাণ, বাঙালির মন এই লাইনটি রয়েছে। এরপর এনিয়ে তুমুল বিতর্ক দানা বাঁধে।