তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ে নিট পাশ না করেই অবৈধভাবে মেডিক্য়ালে ভর্তি হয়েছেন বলে আগেই টুইটে অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার এনিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন এরকম যত নিয়োগ হয়েছে, কোটাতে ভর্তি, আর সেই কোটা আদৌ বৈধ কি না তা তদন্ত হওয়া দরকার। ১ লক্ষ ২১ হাজার Rank করে কে আরজিকরে ভর্তি হতে পারে? আমরা আরটিআই করেছি। আরজিকর কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে, শান্তনু সেনের মেয়ে কোটাতে ভর্তি হয়েছেন। তৃণমূল সাংসদ শান্তনু সেনের মেয়ে নিট পাশ না করেই অবৈধভাবে মেডিক্য়ালে ভর্তি হয়েছেন বলে আগেই টুইটে অভিযোগ তুলেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এবার এনিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। রীতিমতো সাংবাদিক বৈঠক করে তিনি জানিয়ে দেন এরকম যত নিয়োগ হয়েছে, কোটাতে ভর্তি, আর সেই কোটা আদৌ বৈধ কি না তা তদন্ত হওয়া দরকার। ১ লক্ষ ২১ হাজার Rank করে কে আরজিকরে ভর্তি হতে পারে? আমরা আরটিআই করেছি। আরজিকর কর্তৃপক্ষ স্পষ্ট জানাচ্ছে, শান্তনু সেনের মেয়ে কোটাতে ভর্তি হয়েছেন।|#+|এরপরই প্রশ্ন উঠছে তৃণমূল নেতা হওয়ার সুবাদেই কি তিনি সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ক্ষেত্রে বাড়তি সুবিধা পেয়েছেন? এই সুবিধা পাওয়ার রাস্তাটি কতটা বৈধ তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। এনিয়ে তিনি টুইটও করেছিলেন। আর তারপরই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। অভিজ্ঞ মহলের মতে, ভালো Rank না করলে সরকারি মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ মেলে না। সেক্ষেত্রে শান্তনু সেনের কন্য়া হওয়ার জন্যই কি তিনি এই সুযোগ পেলেন? অন্য়দিকে এমবিবিএসে ভর্তির ফর্মে তিনি আয়ের তথ্য় গোপন করেছেন বলে অভিযোগ উঠেছে। এখানেই সুকান্তর প্রশ্ন একজন সাংসদের আয় কীভাবে বছরে তিন লক্ষ হতে পারে! অথচ ২০১৬-১৭ সালে তিনি আয়ের হিসাব দেখিয়েছিলেন ৭ লাখ টাকা।এদিকে এই অভিযোগ সামনে আসতেই সুকান্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন শান্তনু সেন। অন্য়দিকে পালটা আদালতে যাওয়ার কথা জানিয়েছেন সুকান্ত মজুমদার। সব মিলিয়ে এবার মেডিক্যালে ভর্তির ক্ষেত্রে বড়সর কারচুপির অভিযোগ সামনে আসতে শুরু করেছে। মেধাবী পড়ুয়াদের বঞ্চিত করে শুধু রাজনৈতিক প্রভাব খাটিয়ে কলকাতার নামী মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছিল কি না সেই প্রশ্ন উঠছে। তবে এবার তার জল আদালত পর্যন্ত গড়ায় কি না সেটাই দেখার। তবে নিয়োগ দুর্নীতির মতোই এবার মেডিক্যালে ভর্তির কোটা নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন সুকান্ত মজুমদার।