যাত্রীদের সুবিধার্থে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১২০ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৬০টি পূর্বগামী এবং পশ্চিম গামী মেট্রো চলবে ৬০টি। সাধারণ সময় ১০৬ টি মেট্রো চলে গ্রিন লাইনে। তবে বইমেলার কারণে ১৮টি বেশি ট্রেন চলবে।
বইমেলায় বাড়তি মেট্রো পরিষেবা।
আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। স্বাভাবিকভাবেই বইমেলাকে ঘিরে প্রচুর দর্শকের ভিড় হয়ে থাকে। তাই দর্শকদের যাতায়াতের সুবিধার্থে ইতিমধ্যেই অতিরিক্ত বাস চালানোর কথা জানিয়েছে রাজ্য সরকার। এবার দর্শনার্থীদের সুবিধার্থে বইমেলায় বিশেষ পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল মেট্রো। ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিশেষ মেট্রো পরিষেবা চলবে। সাধারণত রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকে যে লাইনে, বইমেলার কারণে দুটি রবিবার অর্থাৎ ২১ ও ২৮ জানুয়ারিতেও মেট্রো চালানো হবে।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১২০ টি মেট্রো চালানো হবে। যার মধ্যে ৬০টি পূর্বগামী এবং পশ্চিম গামী মেট্রো চলবে ৬০টি। সাধারণ সময় ১০৬ টি মেট্রো চলে গ্রিন লাইনে। তবে বইমেলার কারণে ১৮টি বেশি ট্রেন চলবে। প্রথম মেট্রো পরিষেবা মিলবে সকাল ৬:৫৫ মিনিটে এবং শেষ মেট্রো পাওয়া যাবে রাত্রি ১০টার সময়। দুপুর ২:৫৫ থেকে রাত্রি ৯:১৯ পর্যন্ত ১২ মিনিট পর পর পাওয়া যাবে মেট্রো পরিষেবা। সাধারণত এই সময় বইমেলায় দর্শকদের ভিড় থাকে। সেই কারণে ওই সময় ঘন ঘন মেট্রো চলবে।
শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত প্রথম পরিষেবার ক্ষেত্রে সময়সূচীতে কোনও পরিবর্তন করা হয়নি। সে ক্ষেত্রে যথাক্রমে সকাল ৬:৫৫ এবং ৭ টার সময় প্রথম মেট্রো পরিষেবা পাওয়া যাবে। উলটোদিকে, শেষ মেট্রো পরিষেবার ক্ষেত্রেও সময়সূচীতে কোনও পরিবর্তন করা হয়নি। সে ক্ষেত্রে শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত শেষ মেট্রো পরিষেবা ছাড়বে যাবে রাত্রি ৯:৩৫টা এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত শেষ মেট্রো ছাড়বে রাত্রি ৯: ৪০টায়।