কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র গতকাল তর্পণের পর থেকেই শিরোনামে ছিলেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে তর্পণ করে বিতর্ক জড়িয়ে ছিলেন মদন। তার এরকম আচরণের পর থেকে বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠে এসেছিল। এবার মদন মিত্রের এরকম আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন খোদ রাজ্য বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ‘পাবলিসিটি পাওয়ার জন্য মদন মিত্র এমন কাজ করছেন’ বলে বিস্ফোরক মন্তব্য করলেন স্পিকার।
আরও পড়ুন: শুভেন্দু ও দিলীপের ছবিতে মালা দিয়ে তর্পণ মদনের, ক্ষুব্ধ বিজেপি
মদন মিত্রের আচরণের সমালোচনা করে স্পিকার বলেন, ‘এইসব করে মদন মিত্র মোটেও ভালো দৃষ্টান্ত স্থাপন করছেন না। মিডিয়া পাবলিসিটি দিচ্ছে তাই মদন মিত্র এসব করছে। তবে এসব না করলে মদন মিত্র মদন মিত্রই থাকবে। যারা বিধায়ক তাদের নিজের কাজকেই গুরুত্ব দেওয়া উচিত।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে মদন মিত্রকে বিদ্যাসাগরের কথা মনে করিয়ে দিয়ে স্পিকার বলেন, ‘বিদ্যাসাগরের জীবনের অনেক দিক আছে। এটা অত্যন্ত বড় দিক। আমাদের বিধায়ক যাঁরা আছেন, তাঁদের বিদ্যাসাগরের জীবনী পড়া উচিত। নীতি ছাড়া মানুষ বাঁচতে পারেন না।’ অন্যদিকে, খড়গপুরে চা চক্রে যোগ দিয়ে মদনকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘যার মুখে কালি লেগে আছে তিনি সবসময় কালিই দেখেন। মদন মিত্রের যা পরিস্থিতি শেষ পর্যন্ত তিনি কী করবেন? বিদ্যাসাগর সেতু থেকে কী গঙ্গায় ঝাঁপ দেবেন? এখন ওনার একটাই রাস্তা খোলা আছে।’