East-West Metro Fare Chart: মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। তারপরই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন হতে চলেছে। যা ইস্ট-ওয়েস্ট মেট্রোর অষ্টম স্টেশন। শিয়ালদা থেকে কোন স্টেশনে যেতে কত টাকা খরচ পড়বে, তা দেখে নিন এখানে ক্লিক করে
11 Jul 2022, 05:00 PM ISTশিয়ালদা স্টেশন কেমন দেখতে হয়েছে? উদ্বোধনের আগেই তা দেখে নিন
শিয়ালদা মেট্রো দেখতে এলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। সঙ্গে আছেন মেট্রোর জেনারেন ম্যানেজার অরুণ অরোরা। কীভাবে প্রকল্প তৈরি হয়েছে, তা জানতে চাইছেন। পরিদর্শনের পর হাওড়া ময়দান স্টেশনে যাবেন।
11 Jul 2022, 04:12 PM ISTSealdah Metro Timeline: পুরো স্বপ্নপূরণ হতে এখনও বাকি আছে। তবে আজ ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের সবথেকে গুরুত্বপূর্ণ (এখনও পর্যন্ত) শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন হচ্ছে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তার আগে শিয়ালদা মেট্রো স্টেশনের যাত্রাপথ দেখে নিন এখানে ক্লিক করে
রাজনৈতিক তরজা, যাবতীয় বিতর্কের মধ্যেই ক্রমশ এগিয়ে আসছে সেই মাহেন্দ্রক্ষণ। কিছুক্ষণ পরেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন করতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে শেষ মুহূর্তের কোনও চমক ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
11 Jul 2022, 03:17 PM ISTআর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। তারপরই শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধন হতে চলেছে।
শিয়ালদা স্টেশনে ১৮ টি এসক্যালেটর, ন'টি সিঁড়ি, পাঁচটি লিফট এবং ২৭ টি টিকিট কাউন্টার আছে। শিয়ালদায় থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। অর্থাৎ দু'দিকের গেট দিয়েই ট্রেন থেকে নামতে পারবেন যাত্রীরা।
11 Jul 2022, 12:43 PM ISTআপাতত সকাল আটটা থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পরিষেবা শুরু হয়। শিয়ালদা স্টেশন উদ্বোধন হওয়ার পর এক ঘণ্টা আগে থেকে মেট্রো চলবে। রাতেও বাড়বে সময় – বিস্তারিত পড়ুন এখানে
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম: মুখ্যমন্ত্রীর বাড়িতে কার্ড ছুড়ে দেওয়া হয়েছে। বাংলার মানুষের টাকায় বাংলার প্রকল্প হয়েছে।
11 Jul 2022, 12:31 PM IST২০২০ সালের ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের একাংশের উদ্বোধন করা হয়েছিল। পরদিন থেকে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হয়েছিল। প্রাথমিকভাবে ছ'টি স্টেশনের মধ্যে পরিষেবা শুরু হয়েছিল। সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত মেট্রো চলত। সেই বছরের ৪ অক্টোবর ইস্ট-ওয়েস্ট মেট্রো ফুলবাগান পর্যন্ত এগিয়ে এসেছিল। তারপর থেকে ৬.৯৭ কিমি দূরত্ব অতিক্রম করত ইস্ট-ওয়েস্ট মেট্রো। আজ অষ্টম স্টেশন হিসেবে শিয়ালদা স্টেশনের উদ্বোধন করা হচ্ছে।
ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের অষ্টম স্টেশন হল শিয়ালদা। আপাতত সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত মেট্রো চলছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) থেকে শিয়ালদাও বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হবে।
11 Jul 2022, 11:38 AM ISTউদ্বোধনের একদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি তৃণমূল কংগ্রেস। তবে আমন্ত্রণপত্রে মমতার নাম নেই। নাম নেই রাজ্যপাল জগদীপ ধনখড় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের। যদিও রেল সূত্রে খবর, আমন্ত্রণপত্রে শুধুমাত্র স্থানীয় সাংসদ এবং বিধায়কের নাম থাকে। সেই নিয়ম পালন করা হয়েছে।
Sealdah Metro Inauguration Live Updates: আজ বিকেল পাঁচটা নাগাদ ইস্ট-মেট্রো করিডরের শিয়ালদা স্টেশনের উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যে দিনটার জন্য অপেক্ষা করছিলেন শহর ও শহরতলির হাজার-হাজার মানুষ। তারইমধ্যে উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে আমন্ত্রণ বিতর্ক। দায়সারাভাবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।