গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে ধর্ষণ করে খুন করা হয়েছিল ৩১ বছর বয়সি এক চিকিৎসককে। সেই ঘটনার প্রতিবাদেই গতকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিল 'পশ্চিমবঙ্গ ছাত্রসমজ'। তবে সেই কর্মসূচিতে সায় ছিল না আরজি করের প্রতিবাদী চিকিৎসকদের। এদিকে গতকালকের সেই নবান্ন অভিযানে 'পুলিশি অত্যাচার'-এর প্রতিবাদে আজ আবার বাংলা বনধ ডেকেছে বিজেপি। তবে এই বাংলা বনধেও সা নেই প্রতিবাদী চিকিৎসকদের। অবশ্য আজ পৃথক ভাবে চিকিৎসক খুনের ইস্যুতে পথে নামছেন আরজি করের চিকিৎসকরা। (আরও পড়ুন: 'RG করের বোনটিকে উৎসর্গ…', প্রতিবাদীদের 'মন গলাতে' বার্তা মমতার)
আরও পড়ুন: বাংলা বনধ 'সফল করতে' থমকে যাবে লোকাল ট্রেনের চাকা! কোন কোল লাইনে শুরু রেল অবরোধ?
আন্দোলনকারী চিকিৎসকদের বক্তব্য, তাঁরা শান্তিপূর্ণ পথে আন্দোলনের মাধ্যমে ন্যায়বিচার চান। পুলিশের সঙ্গে সংঘাতে তারা যেতে চান না। তবে আজ ন্যায়বিচারের দাবি জানিয়ে শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল হবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এর আগে গত ২১ অগস্ট সিজিও কমপ্লেক্স থেকে স্বাস্থ্য ভবন অভিযান করেছিলেন আরজি করের আন্দোলনকারী চিকিৎসকেরা। তাঁদের প্রতিনিধিদল স্বাস্থ্য ভবনে গিয়ে স্মারকলিপিও জমা দিয়েছিল। এরপর স্বাস্থ্য ভবনের বাইরে তারা অবস্থান বিক্ষোভ করেছিলেন। সেই একদিনের আন্দোলন প্রতিবাদেই আরজি করের তৎকালীন প্রিন্সিপাল সুহৃতা পাল বদলি হন। ন্যাশনাল মেডিক্যালের প্রিন্সিপাল পদে সন্দীপ ঘোষের নিয়োগ বাতিল করা হয়।
আরও পড়ুন: Bangla Bandh LIVE: বারাসতে গাড়ি ভঙচুর, মালদায় সংঘর্ষ তৃণমূল-বিজেপির