সোশ্যাল মিডিয়ায় বাংলা ছবি ‘ধর্মযুদ্ধ’ বয়কটের ডাকে শোরগোল পড়েছে। এনিয়ে এবার সরব হলেন সিনেমার পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। যারা এই সিমেমা বয়কটের ডাক দিয়েছেন তাদের তা দেখার অনুরোধ জানালে তিনি। একইসঙ্গে, এই ছবি বয়কট নিয়ে সরাসরি তিনি বিজেপির আইটি সেলের বিরুদ্ধে অভিযোগ আনলেন। আর তারপরেই বিজেপি বিধায়কদের নন্দনে গিয়ে এই সিনেমা দেখার অনুরোধ জানালেন রাজ চক্রবর্তী।
এই সিনেমা বয়কট নিয়ে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ‘বিজেপির আইটি সেল এই ট্রেন্ড তৈরি করার চেষ্টা করছে। এরা যেটা করছে খুব খারাপ করছে। সবকিছুর ভিতর রাজনীতি ঢুকিয়ে দেওয়া উচিত নয়। রাজনীতির জায়গাতে রাজনীতি থাকলেই ভালো।’ তিনি আরও বলেন, ‘বিজেপির যারা এই পোস্ট করছে তারা প্রতি পোস্ট পিছু পয়সা পাচ্ছে। তারা সিনেমা দেখে না, গান শোনে না। তাদের সিনেমা দেখার জন্য আবেদন জানিয়েছিলাম। কিন্তু তাদের ইন্টারেস্ট নেই। আসলে সিনেমার ভিতরে কী রয়েছে তা তারা জানতে চায় না।’