তৃণমূলের ঘনিষ্ঠ ছাত্র হিসাবে পরিচিত একজনের হাতে হেনস্তার শিকার হয়েছিলেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহম্মদ আলি। সম্প্রতি তাঁর কার্যকালের মেয়াদ শেষ হয়েছে। এবার স্থায়ী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিলেন শেখ তাবু তাহের কামারুদ্দিন। গত মঙ্গলবার উপাচার্য পদে মহম্মদ আলির মেয়াদ শেষ হয়। তিনি উপাচার্য হিসাবে কাজ চালিয়ে যেতে চান না বলে জানিয়েছিলেন। সেই মতোই প্রশাসনের তরফে জানানো হয়, যতদিন পর্যন্ত স্থায়ী উপাচার্য হিসাবে কেউ আসেন, ততদিন শেখ আবু তাহের কামারুদ্দিন উপাচার্যের দায়িত্ব সামলাবেন। তিনি মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি। কিছুদিন আগে এই আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য মহম্মদ আলিকে লক্ষ্য করে কটুক্তি করেন তৃণমূল ঘনিষ্ঠ এক ছাত্র নেতা। এই ঘটনাটির ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। রাজ্য জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এই ঘটনার পর উপাচার্যের পদ থেকে সরে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহম্মদ আলি।