হেমতাবাদের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে খুন করেছে পুলিশই। এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার সন্ধ্যায় নিউ টাউনে নিজের বাসভবনে দিলীপবাবু দাবি করেন, দেবেনবাবুকে পরিকল্পনা মাফিক খুন করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টও আগে থেকেই সাজানো ছিল। মঙ্গলবার দিলীপবাবু দাবি করেন, ‘আমরা যে টুকু জানি, পুলিশের ভিতরের খবর, পুলিশই এটা করেছে। তার বুকের ভিতরে যে সুইসাইড নোট ঢুকিয়ে দেওয়া হয়েছে সেটাও পুলিশ করেছে। এসমস্ত খবর আছে, যদি তদন্ত হয় সব বেরিয়ে আসবে সব সত্যি বেরিয়ে আসবে। তাই সিআইডি তদন্ত করে এটাকে চাপা দেওয়ার চেষ্টা চলছে।‘রাজ্য বিজেপি সভাপতির দাবি, ‘আগে থেকে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। আমি যা যা বলেছিলাম সেটাই হয়েছে। কারও ময়না তদন্তের রিপোর্ট পেতে গেলে কতদিন ছুটতে হয়? রাতের বেলা পোস্ট মর্টেম হল আর সকালে পোস্ট মর্টেমের রিপোর্ট প্রকাশ্যে চলে এল? মিডিয়াকে দিয়ে দেওয়া হল? আমরা কোনওদিন দেখিনি এরকম। সরকারের মধ্যে যে পাপবোধ রয়েছে তার থেকেই এসব কাজ করার চেষ্টা করছে।‘যে দ্রুততার সঙ্গে পুলিশ দেবেনবাবুর দেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এনেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন দিলীপবাবু। তিনি বলেন, ‘সকাল ১০টার সময় পুলিশ মৌখিক ভাবে বলছে এটা সুইসাইড। দেড়টার সময় হঠাৎ সুইসাইড নোট পাওয়া গেল। আর রাতের বেলা ফটাফট ময়নাতদন্ত করে রিপোর্ট সকাল বেলা দিয়ে দেওয়া হল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার এত স্মার্ট হয়ে গেছে আমরা তো কল্পনাও করতে পারছি না।‘ এমনকী ময়নাতদন্তের রিপোর্ট আগে থেকেই বানানো ছিল বলে দাবি করেন তিনি। বলেন, ‘বোঝাই যাচ্ছে সবকিছু রেডি করা ছিল। সেটাই করা হচ্ছে। হয়তো পোস্ট মর্টেমের রিপোর্ট আগে থেকে রেডি ছিল সেটা ওপেন করে দেওয়া হয়েছে।‘মঙ্গলবারই নবান্নে বসে পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, হেমতাবাদে বিজেপি বিধায়কের মৃত্যুতে প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা এটি আত্মহত্যার ঘটনা। স্বরাষ্ট্রসচিবের দাবি মানতে নারাজ দিলীপবাবু। তাঁর দাবি, আত্মহত্যাই হয়ে থাকলে সিবিআই তদন্তের নির্দেশ দিতে কেন ভয় পাচ্ছে রাজ্য সরকার। এব্যাপারে বিজেপি সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছে বলেও জানিয়েছেন তিনি।