কিছুদিন আগেই দল বিরোধী কাজ এবং মন্তব্য করার জন্য বিজেপি শোকজ করেছিল দলের নেতা জয়প্রকাশ মজুমদার এবং রীতেশ তেওয়ারিকে। রাজ্য বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের শোকজের চিঠি দেইয়া হয়েছিল। এ নিয়ে এবার মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। এ বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন। মঙ্গলবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ' সব দলের একটা শৃঙ্খলারক্ষা কমিটি আছে। এই কমিটি দুই নেতার কাছে জানতে চেয়েছেন তাঁদের এই আচরণের কারণ কী? এর উত্তর সঠিক ফোরামে তাঁরা দেবেন। তাঁরা পার্টির সঙ্গে কথা বলবেন পার্টি তাঁদের কথা শুনবে। পার্টি ডিসিশন নেবে।' দিলীপ ঘোষ আরও বলেন, 'তাঁরা দলের পুরানো কর্মী। অনেক বছর ধরে পার্টির জন্য কাজ করছেন। আজকে বিশেষ পরিস্থিতির জন্য কোথাও অসঙ্গতি রয়েছে মনে হচ্ছে।'প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ো বিদ্রোহের পর থেকেই দিলীপ ঘোষ দলের নেতাদের কোনও সমস্যা থাকলে সেক্ষেত্রে দলের সঙ্গে কথা বলে মিটিয়ে নেবার বার্তা দিয়েছিলেন। এ দিনও ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে তিনি বলেন, 'আমি প্রথম থেকেই বলছি পার্টির মধ্যে যে ব্যবস্থা আছে সেটা কথা বলেই সমাধান করা উচিত। সেটা পার্টির স্বার্থে ঠিক হবে।' অন্যদিকে, তৃণমূল একের পর এক সমস্ত কিছু জোর করে দখল করে নিচ্ছে বলে দিলীপ ঘোষ অভিযোগ তুলেছেন। তিনি বলেন, 'দখলদারির রাজনীতি চলছে পশ্চিমবাংলায়। এটা টিএমসিই এনেছে। কলেজ ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন সমস্তকিছুতে এখন বাকি বিরোধীরা নেই বললেই চলে। তৃণমূল অত্যাচার চালাচ্ছে।'