প্রায় ১৩ মাস আগে যে দিনটা আসার কথা ছিল, অবশেষে বুধবার সেই দিনটা এল রুবি মেট্রোয়। বুধবার নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের (অরেঞ্জ লাইন) নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই অপেক্ষার ফল মধুর হতে চলেছে। কারণ ২০২৩ সালে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু হলে ৪০ মিনিটের ব্যবধানে মেট্রো মিলত। কিন্তু এখন ২০ মিনিটের ব্যবধানেই মেট্রো পরিষেবা মিলবে বলে সূত্রের খবর। যে ৫.৪ কিলোমিটার অংশে 'ইলেকট্রনিক ইন্টারলকিং সিগন্যাল' চালু করে দেওয়া হয়েছে। আর সেই সিগন্যালিং ব্যবস্থার কারণেই কম সময়ের ব্যবধানে দুটি মেট্রো চালানো যাবে।
নিউ গড়িয়া-রুবি লাইনে দিনে কতগুলি মেট্রো চলবে?
কলকাতা মেট্রো সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে বাণিজ্যিক পরিষেবা শুরু হলে দিনে মোট ৪৮টি মেট্রো চালানো হতে পারে। নিউ গড়িয়া থেকে রুবির দিকে ২৪টি মেট্রো চলবে। আর রুবি থেকে নিউ গড়িয়ার দিকে দৈনিক ২৪টি মেট্রো চালানো হবে বলে সূত্রের খবর। যদিও বিষয়টি নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি।
কতক্ষণ পরিষেবা মিলবে নিউ গড়িয়া-রুবি লাইনে?
নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে কতক্ষণের ব্যবধানে পরিষেবা মিলবে, সে বিষয়ে আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে সরকারিভাবে কোনও মন্তব্য করা হয়নি। তবে সূত্রের খবর, প্রাথমিকভাবে ২০ মিনিটের ব্যবধানে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশে মেট্রো চালানো হবে। আর সকাল ৯ টা থেকে শুরু হবে পরিষেবা। আর বিকেল ৪ টে ৪০ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে বলে মেট্রো সূত্রে খবর।
সংশ্লিষ্ট মহলের দাবি, পরিষেবা চালু হওয়ার পরে নিউ গড়িয়া-রুবি লাইনে যাত্রীদের কেমন সাড়া মেলে, সেটা বিবেচনা করে পরবর্তীতে ওই অংশের দৈনিক পরিষেবার সময় এবং মেট্রোর সংখ্যা বাড়ানো হতে পারে। যে ৫.৪ কিলোমিটার অংশে মোট পাঁচটি স্টেশন আছে - কবি সুভাষ (নিউ গড়িয়া), সত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায় (রুবি)।