ডিভিসি-র লাগাতার জল ছাড়ার জেরে বন্যার আশঙ্কা ক্রমশ জোরাল হচ্ছে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়। সেই আবহে রাজ্যের সেচ দফতরের তরফে ফের চিঠি পাঠানো হল দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)-কে। চিঠিতে জলছাড়ার পরিমাণ অবিলম্বে হ্রাস করার আর্জি জানানো হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নদীগুলির জলস্তর, বিশেষ করে রূপনারায়ণ নদীর জল বিপদসীমা ছাড়িয়ে গিয়েছে। ফলে পরিস্থিতি যেকোনও সময় ভয়াবহ রূপ নিতে পারে।
আরও পড়ুন: টানা বৃষ্টি, DVCর ছাড়া জলে বন্যার আশঙ্কা, ৪ জেলায় নজরদারিতে বিশেষ টিম নবান্নের
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বৃষ্টিপাতের মাত্রা কমে যাওয়ায় অতিরিক্ত জল ছাড়ার আর কোনও বাস্তব কারণ নেই। বরং এখনই যদি ডিভিসি জল ছাড়া বন্ধ না করে, তাহলে একাধিক জেলা জলের তলায় চলে যেতে পারে। মঙ্গলবারই ডিভিসিকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডিভিসি ১৮ জুন থেকে এখনও পর্যন্ত প্রায় ২৭ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। এবার আগের তুলনায় অনেক বেশি জল ছাড়া হয়েছে। রাজ্য বারবার বলার পরেও তারা কোনও গুরুত্ব দিচ্ছে না। তাঁর কথায় স্পষ্ট, ডিভিসি যদি জল ছাড়ার ক্ষেত্রে রাজ্যকে উপেক্ষা করে চলে, তাহলে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘাটাল অঞ্চলে বন্যা সমস্যা থেকে মুক্তি পেতে ঘাটাল মাস্টারপ্ল্যান জরুরি। রাজ্য সরকার আগামী দু’বছরের মধ্যে সেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যে এগোচ্ছে। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই ঘাটাল ও সংলগ্ন এলাকাগুলিতে বর্ষা এলেই জলজট ও বন্যার আশঙ্কা তৈরি হয়। ডিভিসি-র জলছাড়ার সঙ্গে মিলেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে সেচ দফতরের তরফে পাঠানো চিঠি কেন্দ্রীয় সংস্থাকে উদ্দেশ্য করে একরকম কড়া বার্তা বলে মনে করা হচ্ছে। প্রশাসনিক সূত্রের খবর, ডিভিসি-র জলছাড়ার উপর নজর রাখতে নবান্ন ইতিমধ্যেই বিশেষ দল তৈরি করেছে। উল্লেখ্য, ডিভিসি ও রাজ্য সরকারের মধ্যে দীর্ঘদিন ধরেই জলছাড়া নিয়ে চাপানউতোর চলছে। কিন্তু এবারের মতো এত দ্রুত এবং ধারাবাহিক হারে জল ছাড়ায় সত্যিই বিপদের আশঙ্কা রয়েছে, তা স্পষ্ট করে দিচ্ছে রাজ্যের সতর্ক বার্তাই।