ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে এজেসি বোস উড়ালপুল ধরে একটু এগলেই বাঁদিকেই চলে গিয়েছে মা উড়ালপুলগামী লেন। এই রাস্তাগুলি খানাখন্দে ভরে গিয়েছে। এমনকী একাধিক গর্তও হয়েছে। এই রাস্তায় উঠলে মোটরবাইক বা চার চাকার গাড়ি রীতিমতো ঝাঁকুনি খায়। এখানে পিচের আস্তরণ উঠে ঢেউ খেলানো হয়ে গিয়েছে পথ।
এই উড়ালপুলের সংযোগকারী রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে ছবি (সৌজন্য ফেসবুক)
কলকাতার মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুল সবসময় ব্যস্ত থাকে। কিন্তু এই উড়ালপুলের সংযোগকারী রাস্তা খানাখন্দে ভরে গিয়েছে বলে অভিযোগ। ‘মা’ উড়ালপুল দেখভালের দায়িত্বে রয়েছে কেএমডিএ। তাদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে মেরামতের অনুমতি মিলছে না। রাতের দিকে পুলিশের অনুমতি মিললেও দুই উড়ালপুলের এই সংযোগকারী রাস্তার সার্বিক সংস্কার করা সম্ভব হচ্ছে না। সুতরাং রোজকার যানবাহন যাতায়াতে আরও খারাপ হচ্ছে রাস্তা। গোটা পথেই উঠে গিয়েছে বিটুমিনের আস্তরণ। তৈরি হয়েছে গর্ত।
কেমন অবস্থা হয়েছে রাস্তার? ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে থেকে এজেসি বোস উড়ালপুল ধরে একটু এগলেই বাঁদিকেই চলে গিয়েছে মা উড়ালপুলগামী লেন। এই রাস্তাগুলি খানাখন্দে ভরে গিয়েছে। এমনকী একাধিক গর্তও হয়েছে। এই রাস্তায় উঠলে মোটরবাইক বা চার চাকার গাড়ি রীতিমতো ঝাঁকুনি খায়। এমনকী পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ের উপরের অংশে উড়ালপথের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এখানে পিচের আস্তরণ উঠে ঢেউ খেলানো হয়ে গিয়েছে পথ।