যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পাওয়ার ব্লক করা হবে। শনিবার সকালের মধ্যেই এই কাজ শেষ করে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো। তখন সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তখন যাতায়াত করা যাবে। তবে সকালে মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা।
মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজ
আগামীকাল শনিবার মেট্রো পরিষেবা সকালে বন্ধ থাকবে। তিন ঘণ্টার জন্য এই পরিষেবা বন্ধ রাখা হবে। ফলে সকালে যাঁরা অফিস যাবেন তাঁদের একটু সমস্যায় পড়তে হতে পারে। নিত্যযাত্রী যাঁরা মেট্রো পথ ধরেই যাতায়াত করেন তাঁদের সকালের দিকে অসুবিধায় পড়তে হবে। কারণ মেট্রো পরিষেবা সকালে তিন ঘণ্টার জন্য বন্ধ থাকবে। এই কারণে সকালের মেট্রো পাবেন না নিত্যযাত্রীরা। আজ, শুক্রবার এই অসুবিধার কথা জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।
কখন বন্ধ থাকবে মেট্রো? মেট্রো রেল সূত্রে খবর, মেট্রো লাইনের ট্র্যাক রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার বন্ধ থাকবে কলকাতা মেট্রোর পরিষেবা। ২৭ মে সকাল ৬টা ৫০ মিনিট থেকে সকাল ১০টা পর্যন্ত মেট্রো লাইনে পাওয়ার ব্লক চলবে। ফলে মেট্রো পরিষেবা দেওয়া যাবে না। তখন অবশ্য দক্ষিণেশ্বর বা দমদম থেকে মেট্রো চলবে মহানায়ক উত্তম কুমার স্টেশন পর্যন্ত। সকালের এই কাজ শেষ হওয়ার পর আবার মেট্রো চলাচল স্বাভাবিক হয়ে যাবে। তখন থেকে রাত পর্যন্ত আর কোনও অসুবিধা হবে না।
পাওয়ার ব্লক কেন থাকবে? কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে এই বিষয়ে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পাওয়ার ব্লক করা হবে। শনিবার সকালের মধ্যেই এই কাজ শেষ করে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো। তখন সকাল ১০টা থেকে আবার দক্ষিণেশ্বর–কবি সুভাষ মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। তখন যাতায়াত পুরো মাত্রায় করা যাবে। তবে সকালে মেট্রো বন্ধ থাকায় সমস্যায় পড়বেন নিত্যযাত্রী থেকে অফিসযাত্রীরা।