কাঁকড়া বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হলেন কলকাতার একটি রফতানিকারক সংস্থার মালিক। এই ঘটনায় চিনের এক ব্যবসায়ীর বিরুদ্ধে কলকাতার সার্ভে পাক থানায় অভিযোগ জানিয়েছেন সংস্থার মালিক। অভিযোগ, সবমিলিয়ে ২ কোটি ১০ লক্ষ টাকারও বেশি প্রতারণার শিকার হয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, এই টাকা চাওয়ার পর চিনের ওই ব্যবসায়ী তাঁকে হুমকি দেন। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে সার্ভে পার্ক পুলিশ।
আরও পড়ুন: লক্ষ লক্ষ টাকা হাতিয়ে সপরিবারে উধাও প্রাক্তন শিক্ষক, হতবাক স্থানীয়রা
জানা গিয়েছে, সন্তোষপুরের ওই রফতানিকারক সংস্থার মালিকের সঙ্গে একটি মেসেজিং প্ল্যাটফর্মে যোগাযোগ করেছিলেন চিনের ওই ব্যবসায়ী। অভিযোগ অনুযায়ী, চিনের ওই ব্যবসায়ীর নাম ঝো লিন। তিনি হুবেই প্রদেশে সামুদ্রিক খাবার রফতানি আমদানিকারক সংস্থার মালিক। তাঁর সঙ্গে সন্তোষপুরের ওই ব্যবসায়ীর মধ্যে কাঁকড়া সরবরাহ নিয়ে চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, চিনের সংস্থাকে জীবন্ত কাঁকড়া সরবরাহের কথা ছিল। সেইমতো গত বছরের জুলাই থেকে তিনি ৭ কোটি ৬১ লক্ষ ৯২ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ১০ হাজারের বেশি জীবন্ত কাঁকড়া সরবরাহ করেছিলেন। তবে, ঝো তাঁকে ৫ কোটি ৫১ হাজার টাকা দিয়েছিলেন। বাকি টাকা দেননি। যখন কলকাতার ব্যবসায়ী চিনের সংস্থার কাছে বাকি অর্থ দাবি করেন তখন মালিক ঝো তাঁকে ‘ভয়াবহ পরিণতি’ ভোগ করার হুমকি দেন বলে অভিযোগ।