যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রাক্তনী সৌরভ চৌধুরীকে গ্রেফতার করল পুলিশ। স্বপ্নদীপের বাবা রমাপ্রসাদের দায়ের করা এফআইআরে নাম থাকা সৌরভকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। পরে রাতের দিকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। শনিবার তাকে আলিপুর আদালতে পেশ করা হবে। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সৌরভ চৌধুরী নামে একজনের ফেসবুক প্রোফাইলের লিঙ্ক (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের দাবি, এই সৌরভই হলেন স্বপ্নদীপের মৃত্যু মামলার ‘কালপ্রিট’। যে স্বপ্নদীপকে র্যাগিং করত বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: JU student death: 'যাদবপুরের কালপ্রিটদের শাস্তি দেবই, আশ্বাস মমতার', বললেন স্বপ্নদীপের বাবা
সেই অভিযোগের পর থেকেই ‘সৌরভ চৌধুরী’ নামে ওই ফেসবুক অ্যাকাউন্টের বিভিন্ন পোস্টে গিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ওই অ্যাকাউন্টে যে তথ্য দেওয়া হয়েছে, তাতে ওই অ্যাকাউন্টের মালিক মেদিনীপুর কলেজে অঙ্ক নিয়ে পড়েছে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অঙ্কে স্নাতকোত্তর করেছে। স্নাতকোত্তরের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার স্মৃতি হিসেবে অ্যাকাউন্টে ছবিও পোস্ট করা হয়েছে। আরও একাধিক পোস্ট আছে ওই অ্যাকাউন্টে। বিশেষত গত ১২ জুলাই ওই ফেসবুক অ্যাকাউন্ট যে পোস্ট করা হয়েছিল, তা নেটিজেনদের বেশি নজর কেড়েছে। যে পোস্টে রাজ্যে ‘সরকারি শিক্ষা-স্বাস্থ্যের বেহাল দশা’ নিয়ে উষ্মা প্রকাশ করা হয়েছিল।
যে সৌরভকে গ্রেফতার করা হয়েছে, সেই সৌরভের নাম স্বপ্নদীপের বাবা রামপ্রসাদের এফআইআরে ছিল। তিনি দাবি করেছেন, সৌরভের নেতৃত্বে ছেলের উপর অত্যাচার চালানো হয়েছে বলে দৃঢ় বিশ্বাস তাঁর। ২০২২ সালেই যে সৌরভের যাদবপুরের পড়াশোনার পাঠ চুকিয়ে ফেলেছিল। তারপরও যাদবপুরের হস্টেলে থাকত বলে অভিযোগ। একাধিক রিপোর্ট অনুযায়ী, রমাপ্রসাদের দাবি করেছেন যে স্বপ্নদীপকে চুল কাটার নিদান দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। উনি সান্ত্বনা দিয়েছেন। মমতা বলেছেন যে ছেলেকে ফিরিয়ে দিতে পারবেন না। কিন্তু সুবিচার করা হবে।
উল্লেখ্য, বুধবার রাত ১২ টা নাগাদ হস্টেলের তিনতলার ব্যালকনি থেকে স্বপ্নদীপ পড়ে যান। সেইসময় তাঁকে বাঁচানোর চেষ্টা করেছিলেন এক পড়ুয়া। তবে নদিয়ার হাঁসখালির বগুলার ছেলে স্বপ্নদীপের হাত ধরতে পারেননি তিনি। হাত ফস্কে যায়। স্বপ্নদীপকে র্যাগিং করা হচ্ছিল বলে অভিযোগ উঠছে। যে ঘটনায় ফুঁসছে স্বপ্নদীপের জেলা নদিয়া। দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন তাঁরা।