এবার অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা হল বড়তলা থানায়। ভারতীয় ন্যায় সংহিতার 79/352 ধারায় ওই অবসরপ্রাপ্ত আইপিএস পঙ্কজ দত্তের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বক্তব্য রাখতে গিয়ে তিনি অসাংবিধানিক শব্দ ব্যবহার করেছিলেন এই অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
তিনি বলেছিলেন, এটা অন্য জায়গা হলে বলতাম। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে, এই ঘটনা আরজি করের মতো জায়গায় হতেই পারে না। সেখানেই মনে রাখতে হবে। জঘন্য় নারকীয় পাশবিক ঘটনা…
এদিকে পঙ্কজ দত্তের এই মন্তব্যকে কেন্দ্র করে ঝড় উঠেছিল সোশ্য়াল মিডিয়ায়। একজন প্রাক্তন আইপিএস কীভাবে এই ধরনের মন্তব্য করেন তা নিয়ে নানা প্রশ্ন ওঠে।
সোশ্য়াল মিডিয়ায় অনেকেই প্রশ্ন তোলেন এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটত আমরা বলতাম হতেই পারে…এই কথার মাধ্যমে তিনি ঠিক কী বোঝাতে চেয়েছেন? সোনাগাছিতে যাঁরা কর্মসূত্রে থাকেন তাঁরাও তো অধিকারের দাবিতে নানা সময় সরব হয়েছেন। এই কথা কি তাঁদের অসম্মানিত করে না?
আসলে আরজি কর কাণ্ডের প্রতিবাদে সম্প্রতি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেখানকার অন্যতম বক্তা ছিলেন প্রাক্তন পুলিশ অফিসার পঙ্কজ দত্ত। সেখানেই তিনি যৌনকর্মীদের কথা সরাসরি উল্লেখ না করলেও সোনাগাছি শব্দটি উল্লেখ করেন।