বৃহস্পতিবার কলকাতার বাজারে ইলিশ পাওয়া গিয়েছে ৫০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে। ৩৫০ গ্রামের ইলিশ মাছ এদিন বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি করে।
সব বাজারে পাওয়া যাচ্ছে ইলিশ। প্রতীকী ছবি
দিঘা সহ রাজ্যের বিভিন্ন উপকূল এলাকায় মৎস্যজীবীদের জালে উঠেছে ইলিশ। যারফলে এখন কলকাতা এবং শহরতলির বাজারে অনায়াসেই মিলছে ইলিশ মাছ। বাজারে ছোট থেকে বড় প্রায় সব দোকানেই ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। ফলে রসনাতৃপ্তি হচ্ছে ভোজন রসিক বাঙালির। সাধারণত এখন বাজারে যেসব ইলিশ মাছ পাওয়া যাচ্ছে সেগুলি ছোট থেকে মাঝারি আকারের। বড় ইলিশ খুব একটা পাওয়া যাচ্ছে না। ফলে দামও সাধারণ মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে রয়েছে। মানুষজনও দেদার ইলিশ মাছ কিনছেন।
ইলিশ ধরার ওপর সরকারের জারি করা নিষেধাজ্ঞা ওঠার পরেই ইলিশ মাছ ধরছেন মৎস্যজীবীরা। চলতি মাসের ১৪ তারিখে প্রায় ৪টন ইলিশ উঠেছিল দিঘায়। এরপর ২০ জুলাই এবং গত মঙ্গলবার প্রচুর পরিমাণে ইলিশ মাছ উঠেছে মৎস্যজীবীদের জালে। যার ফলে ইলিশের দাম অনেকটাই কমে গিয়েছে। বৃহস্পতিবার কলকাতার বাজারে ইলিশ পাওয়া গিয়েছে ৫০০ টাকা থেকে ২ হাজার টাকার মধ্যে। ৩৫০ গ্রামের ইলিশ মাছ এদিন বিক্রি হয়েছে ৫০০ টাকা কেজি দরে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হয়েছে ৭০০ থেকে ৯০০ টাকা কেজি করে। অন্যদিকে, এক কেজি ওজনের ইলিশ ১৪০০ টাকা থেকে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বড় বাজারগুলিতে বড় আকারের ইলিশ মাছ বিক্রি হলেও ছোট বাজারগুলিতে ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ বেশি বিক্রি হয়েছে।