আগামীকাল রবিবার পালিত হবে রামনবমী। উৎসব ঘিরে কোনওরকমের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে লালবাজারের পাশাপাশি রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে পুলিশ প্রশাসন। কলকাতায় যে সমস্ত রুটে রামনবমীর মিছিল বেরোনোর কথা রয়েছে সেই রুটগুলিতে অতিরিক্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও রাজ্যের ১০টি জেলা এবং কমিশনারেটকে সংবেদনশীল ঘোষণা করে সেখানে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রামনবমী উপলক্ষ্যে ইতিমধ্যেই রাজ্য পুলিশের সব কর্মীর ছুটি বাতিল করা হয়েছে। এই মর্মে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে। (আরও পড়ুন: ভিসা দেয় না ভারত, এহেন বাংলাদেশের পাসপোর্ট বিশ্বতালিকায় কত নম্বরে?)
আরও পড়ুন: গন্ডগোল হলে দুর্গাপুজোই বন্ধ করে দেওয়া হবে? রামনবমীর মিছিলে অনুমতি হাইকোর্টের
সূত্রের খবর, আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা প্রভৃতি জেলা ও জেলার কমিশনারেটগুলিকে রামনবমী উপলক্ষ্যে সতর্ক থাকতে বলা হয়েছে। জানা যাচ্ছে, এই জেলা এবং কমিশনারেটগুলিতে ২৯ জন আইপিএসকে পাঠানো হচ্ছে। এছাড়াও অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হচ্ছে। উত্তরবঙ্গের দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুরের ইসলামপুর, কোচবিহার ও মালদায় বড় আকারে রামনবমী উদযাপন হয়। এই উপলক্ষে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি ও পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও, উৎসবের সময় ড্রোনের সাহায্যে বিশেষ নজরদারি চালানো হবে। উৎসবের মরশুমে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সামাজিক, গণমাধ্যমের ওপরও নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। (আরও পড়ুন: শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া দ্বীপ ফেরত চাইছেন ভরতীয়রা,জানুন কচ্ছতিভুর বিতর্কিত ইতিহাস)
আরও পড়ুন: বিতর্কের ধুলো উড়তেই তৈরি ঝাঁটা, ওয়াকফ সংশোধনীর জন্যে গড়া হচ্ছে 'স্পিডব্রেকার'