মাছে ভাতে থাকা বাঙালিকে কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগ অভিনেতা পরেশ রাওয়ালের বিরুদ্ধে। এবার তার বিরুদ্ধে তালতলা থানায় অভিযোগ দায়ের করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।সিপিএম নেতার মতে, পরেশ রাওয়ালের এই বক্তব্যের জেরে বাঙালি বিরোধী মনোভাব তৈরি হতে পারে। আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি। তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে।গুজরাটের সেই ভিডিয়ো নিয়ে প্রশ্ন তুলেছেন সেলিম। এমনকী এনিয়ে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হবে বলেও তিনি জানিয়েছেন।সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে পরেশ রাওয়ালের সেই মন্তব্য। বাঙালি মাছ রান্না করে এই মন্তব্যকে ঘিরে শোরগোল পড়েছে বিভিন্ন মহলে। দানা বেঁধেছে বিতর্ক।গুজরাট ভোটের প্রচারে গিয়ে বালসারের সভায় পরেশ রাওয়াল বলেছিলেন, গুজরাটিরা মূল্যবৃদ্ধিকে মেনে নেয়, কিন্তু বাংলাদেশি আর রোহিঙ্গারা এটা মানতে পারে না। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি নিয়ে পরেশ রাওয়াল বলেন, গ্যাস সিলিন্ডার নিয়ে আপনারা এত কী করেন? বাঙালিরা বসে মাছ খাবে?পরে অবশ্য় সমালোচনার মুখে পড়ে তিনি ক্ষমা চেয়ে নেন। পরেশ রাওয়াল অবশ্য় পরে টুইটারে ক্ষমা চেয়ে নেন। তিনি বলেন, মাছের ব্যাপারটি কিছু নয়। গুজরাটিরাও মাছ রান্না করে খান। আমি বলতে চাই, বাঙালি বলতে আমি অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের কথা বলতে চেয়েছিলাম। তবুও যদি আমি আপনাদের আবেগে আঘাত দিয়ে থাকি তবে ক্ষমা চাইছি।এদিকে তৃণমূলও এনিয়ে সরব হয়েছে। পরেশ রাওয়ালের এই বক্তব্যের প্রতিবাদে তীব্রভাবে সরব হয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে তিনি বলার কে? কবিগুরু থেকে নেতাজি সকলেই মাছ খেতেন বলে তাঁর দাবি।