কয়লা পাচার কাণ্ডে সক্রিয় হল সিবিআই। আর তার জেরে গ্রেফতার হলেন আরও তিনজন। নিজাম প্যালেসে টানা জেরা করার পর ইসিএলের প্রাক্তন ডিএম–সহ তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই। আজ, বুধবার তাঁদের তোলা হয় আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং দুই কয়লা কারবারি বাপি ঠাকুর, বিদ্যাসাগর দাসকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ কয়লা করবার এবং পাচার করার কাজে লালার সিন্ডিকেটে মদত ও সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে এই তিনজনের বিরুদ্ধে। আজ, বুধবার তাঁদেরকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়।
এদিকে ২০২০ সাল থেকে কয়লা পাচার মামলার তদন্ত শুরু করে সিবিআই। এই ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। এখন কয়লা পাচারের ঘটনায় আরও সক্রিয় হয়ে উঠল সিবিআই। মঙ্গলবার কয়লা কাণ্ড নিয়ে জেরার জন্য নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় ইসিএলের প্রাক্তন জিএম অমিত কুমার ধর এবং দুই কয়লা কারবারিকে। দফায় দফায় জেরা করার পর রাতেই তাঁদের গ্রেফতার করা হয়। কারণ তাঁদের কথায় চূড়ান্ত অসংলগ্নতা ছিল বলে সিবিআই সূত্রে খবর। আজ বুধবার ধৃতদের নিয়ে নিজাম প্যালেস থেকে আসানসোল সিবিআই বিশেষ আদালতে আনা হয়েছে।
আরও পড়ুন: আবার নাগাড়ে বৃষ্টিতে নামল ব্যাপক ধস, বন্ধ জাতীয় সড়ক, বিচ্ছিন্ন সিকিম–কালিম্পং
অন্যদিকে চলতি মাসের ২১ জুন ইসিএলের জিএম নরেশ সাহা এবং কয়লা কারবারি অশ্বিনী যাদব গ্রেফতার হয়। চারদিন সিবিআই হেফাজতে থাকার পর তাঁদের এখন ১০ দিনের জেল হেফাজত হয়েছে। সূত্রের খবর, আগামী ২ জুলাই কয়লা কাণ্ডে চূড়ান্ত চার্জ গঠনের সম্ভাবনা রয়েছে। ওই দিন চার্জশিটে নাম থাকা ৪৩ জনের মধ্যে ৪২ জনকেই হাজির করতে হবে আদালতে। এই চার্জশিটে থাকা ৪৩ জন ব্যক্তির মধ্যে একমাত্র বিনয় মিশ্র ফেরার। তাই এবার চূড়ান্ত চার্জ গঠনের আগে জোর সক্রিয় হয়ে উঠল সিবিআই। এবার গ্রেফতার হল আরও তিনজন।