এই মামলায় গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত ওই দুই পুলিশকর্মীকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়।
কলকাতা হাইকোর্ট
২০২১ সালে কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ অফিসার ও হোমগার্ডের জামিনের আর্জি গ্রহণ করল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ তৎকালীন এসআই রত্না সরকার ও হোমগার্ড দীপঙ্কর দেবনাথের জামিন মঞ্জুর করেন। দু’জনেই মামলার সময় থেকে জেল হেফাজতে ছিলেন।
উল্লেখ্য, এই মামলায় গত ১৮ জুলাই বিশেষ সিবিআই আদালত ওই দুই পুলিশকর্মীকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়। একইসঙ্গে ওই মামলায় অভিযুক্ত কলকাতা পুলিশের অবসরপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার শুভজিৎ সেন ( ঘটনার সময় নারকেলডাঙা থানার ওসি ছিলেন) এবং সুজাতা দে-র জামিনের আবেদনও খারিজ করে তাঁদেরও জেল হেফাজতে পাঠানো হয়।রত্না এবং দীপঙ্করের পক্ষ থেকে পরে হাইকোর্টে জামিনের আবেদন জানানো হয়। শুনানিতে সিবিআই জামিনের বিরোধিতা করলেও আদালত কিছু শর্তসাপেক্ষে তাঁদের জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর কলকাতার কাঁকুড়গাছিতে ভোট পরবর্তী হিংসার সময় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে নির্মমভাবে হত্যা করা হয়। পরিবারের অভিযোগ, গলায় বৈদ্যুতিক তার পেঁচিয়ে ও মারধর করে হত্যা করা হয় তাঁকে। তদন্তের শুরুতে নারকেলডাঙা থানার পুলিশ তদন্তে নামলেও, পরে হাইকোর্টের নির্দেশে মামলা স্থানান্তরিত হয় সিবিআইয়ের হাতে।