সম্প্রতি একের পর এক মামলায় বড় ধাক্কা খেতে হয়েছে রাজ্য সরকারকে। এই অবস্থায় আইন বিষয়ক কাজ, মামলা, মোকদ্দমা নিয়ে আরও সতর্ক হল রাজ্য সরকার। এর জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হল। মঙ্গলবার নবান্নে ৭০তম রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থের তত্ত্বাবধানে এই কমিটি গঠন করেছেন। বিভিন্ন বিষয়ে আইনি লড়াইয়ের ক্ষেত্রে এই কমিটি রাজ্য সরকারকে সাহায্য করবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: স্বাস্থ্য দফতরের একাধিক পদে নিয়োগের সিদ্ধান্ত, মন্ত্রিসভার বৈঠকে সবুজ সংকেত
সূত্রের খবর, এই কমিটিতে রয়েছেন ৬ জন হেভিওয়েট মন্ত্রী। রয়েছেন মন্ত্রী মলয় ঘটক, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, শশী পাঁজা এবং চন্দ্রিমা ভট্টাচার্য। মন্ত্রীদের মধ্যে কয়েকজন আইনজীবী পেশাদারিত্বের সঙ্গে যুক্ত থাকায় ক্ষেত্রে কমিটি আইনি বিষিয়ে ভালো পরামর্শ দিতে পারবে বলেই মত আধিকারিকদের। ফলে কোনও আইনি বিষিয়ে সুপরিকল্পিতভাবে পদক্ষেপ করা যাবে।
জানা গিয়েছে, এই কমিটি বিভিন্ন দফতরের রেখে সমন্বয় রেখে কাজ করবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দফতরের কোনও মামলা চললে তা নিয়ে আইনি পরামর্শ দেবে। এই কমিটি মামলা সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করবে। একই সঙ্গে আদালতের নির্দেশ কার্যকর করা বা চ্যালেঞ্জ জানানোর প্রয়োজন হলে তা খতিয়ে দেখবে।
এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের আরও সক্রিয় থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কেউ নিষ্ক্রিয় থাকলে চলবে না। কেউ সমালোচনা করলে জবাব দিতে হবে। একইসঙ্গে, জনগণের কাছে সরকারের অবস্থান তুলে ধরতে হবে। অন্যদিকে, রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান
মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিশেষ করে স্বনির্ভর গোষ্ঠীর জন্য রাজ্য সরকারের উদ্যোগের কথা জানান তিনি। চন্দ্রিমা জানান, রাজ্যের বিভিন্ন শহরে বিগ বাজারের মতো শপিং কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য দুটি তলা বরাদ্দ করা হবে। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের চারটি জায়গায় কমপ্লেক্স গড়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা। এরফলে গোষ্ঠীর সদস্যরা উপকৃত হবেন।