মালবাজারের পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ের ঠিক পেছন দিয়েই বয়ে গিয়েছে মাল নদী। সেই নদীতেই প্রতিমা বিসর্জন করতে গিয়ে মৃত্যু হয়েছে ৮জনের। রোজ কলেজে এসে যে শান্ত নদীটাকে দেখেন কলেজের অধ্যাপিকারা, পডুয়ারা, সেই নদী যে এমন আচমকা ভয়ঙ্কর হতে পারে তা কিছুতেই ভাবতে পারছেন না কেউই।
কলেজের ভূগোলের অধ্যাপিকা অমিতা সরকার হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, মাঝেমধ্যেই দেখি নদীতে পা ডোবে না। সেই নদী এত ভয়ঙ্কর হল কীভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজছি আমরাও।কয়েকদিন আগেই তো দেখলাম নদীতে জল নেই। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে পাহাড়়ে বৃষ্টি হয়েছিল। সম্ভবত সেই জলই কোথাও আটকে ছিল। সেটাই আচমকা ধেয়ে আসে নদীতে। কিন্তু প্রশাসন কেন সতর্ক ছিল না? কেন বাচ্চাদের নিয়ে বাবা মায়েরা নদীগর্ভে নামলেন? কিছুদিন আগেই নদীতে আচমকা জল বৃদ্ধির জেরে একটি ট্রাক তলিয়ে গিয়েছিল। তারপরেও কেন বিসর্জনের সময় এত মানুষকে নামতে দেওয়া হল নদীতে। কলেজের ঠিক পেছনে যে নদী, সেটা যে এমন ভয়াবহ হতে পারে তা ভাবতে পারছি না।
তিনি বলেন, পাহাড়ে বৃষ্টি হলে তার জেরে মালনদীতে আচমকা জল বাড়তে পারে। সম্ভবত সেভাবেই জল বেড়ে গিয়েছিল। কিন্তু আগে থেকে একটু সতর্ক হলে এত বড় বিপর্যয় হত না। অত্যন্ত কষ্ট হচ্ছে এই ঘটনা শোনার পর থেকে।