বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WB Uccha Madhyamik Topper Marksheet: 'সায়েন্স' না নিয়েও উচ্চমাধ্যমিকে প্রথম, কোন কোন বিষয়ে ১০০ পেয়েছেন শুভ্রাংশু?
WB Uccha Madhyamik Topper Marksheet: 'সায়েন্স' না নিয়েও উচ্চমাধ্যমিকে প্রথম, কোন কোন বিষয়ে ১০০ পেয়েছেন শুভ্রাংশু?
এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী হলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। ৪৯৬ পেয়ে এমনিতেই নজর কেড়েছেন তিনি। তবে তাঁর 'সাবজেক্ট কম্বিনেশন' নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে।
শুভ্রাংশু সর্দার
এই বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারী হলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। ৪৯৬ পেয়ে এমনিতেই নজর কেড়েছেন তিনি। তবে তাঁর 'সাবজেক্ট কম্বিনেশন' নিয়ে বিস্তর চর্চা শুরু হয়েছে। 'পিওর সায়েন্স' নয় বরং অঙ্কের সঙ্গে অর্থনীতি এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করে এই অভাবনীয় ফলাফল করেছেন শুভ্রাংশু। তবে কোন বিষয়ে তিনি কত নম্বর পেয়েছেন? অর্থনীতি এবং অঙ্কে ১০০-য় ১০০ পেয়েছেন শুভ্রাংশু। স্ট্যাটিসটিকসেও তিনি পেয়েছেন ১০০। এছাড়া প্রথম ভাষা বাংলায় শুভ্রাংশু পেয়েছেন ৯০। এবং দ্বিতীয় ভাষা ইংরেজিতে তাঁর প্রাপ্ত নম্বর ৯৮। তাছাড়া কম্পিউটার সায়েন্সে তিনি পেয়েছেন ৯৮। যেহেতু 'বেস্ট অফ ফাইভে' উচ্চমাধ্যমিকের রেজাল্ট নির্ধারণ করা হয় তাই বাংলা বাদে বাকি পাঁচ বিষয়ের নম্বরের ওপর তাঁর রেজাল্ট হয়েছে। (আরও পড়ুন: প্রথম দশে এবার স্থান পেয়েছেন ৮৭, একনজরে উচ্চমাধ্যমিকের মেধাতালিকা)