করোনাভাইরাস মহামারীর মধ্যেও ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ভারতসেরা হল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবর্ষে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে ১,৫৩,৫০৫.৭৮ কোটি টাকা জমা দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। দ্বিতীয় স্থানে আছে মহারাষ্ট্র (১,২৩,৯৬৯.৭২ কোটি টাকা)। তারপর ঠাঁই পেয়েছে উত্তরপ্রদেশ (১,০৬,৬০৬.৮৯ কোটি টাকা)। একাধিক মহলের দাবি, বিনিয়োগের অঙ্কটা এতটাই বেশি ছিল যে পশ্চিমবঙ্গ সর্বকালীন রেকর্ড গড়ে ফেলেছে। এতদিন কোনও অর্থবর্ষে কোনও রাজ্য থেকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে এত টাকা জমা পড়েনি। এবার সংশ্লিষ্ট মহলের মতে, করোনা মহামারীর মধ্যে খরচ কমিয়ে সঞ্চয়ের উপর বাড়তি জোর দিয়েছিলেন সাধারণ মানুষ। কিন্তু সেইসময় বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্কে সুদের হার কমে গিয়েছিল। সেই পরিস্থিতিতে ভারতে করোনা মহামারীর শুরু থেকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার কমলেও সুরক্ষিত জায়গা হিসেবে সেখানেই টাকা জমিয়েছেন তাঁরা।
আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!
কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, গত অর্থবর্ষে মান্থলি ইনকাম স্কিমে (এমআইএস) সবথেকে বেশি ৫৪,৪১৫.৫১ কোটি টাকা জমিয়েছে পশ্চিমবঙ্গ। বিভিন্ন মেয়াদের সেভিং ডিপোজিটে জমিয়েছে ৪৪,২২৬.২১ কোটি টাকা। সবথেকে কম টাকা জমিয়েছে সুকন্যা সমৃদ্ধি যোজনায়। সেখানে ৩,২২২.৭৮ টাকা জমিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। সার্বিকভাবে সঞ্চিত অর্থের পরিমাণ ১ লাখ ৫৩ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। যা ২০২০-২১ অর্থবর্ষে ছিল ১,১০,০০০ কোটি টাকা। তার আগের তিনটি অর্থবর্ষে সেই অঙ্কটা যথাক্রমে ১,০৪,০০০ কোটি টাকা, ৮৩,০০০ কোটি টাকা এবং ৭৭,৭০০ কোটি টাকা ছিল।
আরও পড়ুন: PPF trick for maximum return: সুদ না বাড়লেও এক চালেই সর্বাধিক রিটার্ন মিলবে PPF-এ! করতে হবে যে কোনও একটি কাজ