মুর্শিদাবাদে কিছুদিন আগেই ভয়াবহ হিংসা ছড়িয়েছিল। সেই হিংসা থামাতে কার্যত হিমসিম খেয়েছিল পুলিশ। পরে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামানো হয়। এদিকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে একের পর একাধিক ফেসবুক অ্য়াকাউন্ট থেকে উসকানিমূলক খবর ছড়ানো হয়েছিল। পুলিশ ইতিমধ্য়ে হাজারের বেশি সোশ্য়াল মিডিয়া অ্যাকাউন্টকে ব্লক করেছে।
এবার রাজ্য পুলিশের তরফে এক্স হ্যান্ডেলে বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘এই ভুয়ো প্রোফাইল সম্পর্কে সাবধান। এটা আমাদের নজরে এসেছে যে ফেসবুকে কিছু ভুয়ো প্রোফাইল ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে কিছু ভুয়ো প্রোফাইল নিজেদের মুর্শিদাবাদের বাসিন্দা বলে দাবি করছে। জেলার বিভিন্ন এলাকার কথা উল্লেখ করা হচ্ছে। এই প্রোফাইল থেকে দেশ বিরোধী মন্তব্য করা হচ্ছে। সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে।’
পুলিশ জানিয়েছে, ‘উপযুক্ত আইনগত পদক্ষেপ নেওয়া হবে এই সমস্ত প্রোফাইলের বিরুদ্ধে। অনেক অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। আরও প্রোফাইল ব্লক করা হবে। আমরা সকলকে অনুরোধ করছি এই ধরনের বিষয় শেয়ার বা ফরোয়ার্ড করবেন না যেগুলি অবিশ্বাস ও হিংসা ছড়ায় মানুষের মধ্য়ে। যেগুলি সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে।’ কার্যত সতর্ক করা হয়েছে।