গত কয়েকমাস ধরেই বিজেপি নেতা সায়ন্তন বসুর অবস্থানকে ঘিরে নানা চর্চা হয়েছে। দলের ওপরমহলের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়েছে বলেও নানা ইঙ্গিত মিলেছিল। তবে এবার সিউড়িতে এনিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন সায়ন্তন। সিউড়িতে ২ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থী চুমকি অঙ্কুরের সমর্থনে চা চক্রে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, রাজ্যের সঙ্গে কোনওরকম মতবিরোধ নয়। আমাদের বেশকিছু সমস্য়া এসেছিল। সেগুলো আমরা সঠিক জায়গায় জানিয়েছি। আমাদের পার্টি ওয়ান ম্যান পার্টি বা ওয়ান ওম্যান পার্টি নয়। এখন আমরা সকলেই নির্বাচনের কাজে ব্যস্ত। সময় এলে সমস্যার সমাধান হবে। এভাবেই দলের অন্দরে নিজের অবস্থান জানিয়ে দিলেন সায়ন্তন। পাশাপাশি দলের অন্দরে তাঁর সঙ্গে যাবতীয় মতবিরোধ যে কেটে যা্চ্ছে সেব্যাপারেও ইঙ্গিত দেন তিনি। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি বিদ্রোহে ইতি টানতে চাইছেন সায়ন্তন?কিন্তু কয়েক মাস আগেও পরিস্থিতি এমনটা ছিল না। কার্যত সায়ন্তন বসুই প্রথম দলের নয়া কমিটি নিয়ে আপত্তি তুলে বিদ্রোহের সুর বেঁধে দিয়েছিলেন। দলের হোয়াটস অ্যাপ গ্রুপ থেকেও বেরিয়ে যান তিনি। সাধারণ সম্পাদকের পদ থেকে বাদ পড়ার পরেই তাঁর সঙ্গে দলের ওপরমহলের সম্পর্কের অবনতি হয়। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক করার জন্য নিজেই উদ্যোগী সায়ন্তন।