গতকাল 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর অভিযানের আবহে নবান্নকে দুর্গে পরিণত করা হয়েছিল। সোমবার থেকেই ব্যারিকেড বসানো থেকে শুরু করে পুলিশ মোতায়েন করা হয়েছিল। রাস্তার সঙ্গে ঢালাই করা হয়েছিল ব্যারিকেড। এতকিছুর মাঝেও সোমবার রাতেই নবান্নের কাছে পৌঁছে গিয়েছিলেন ডিএ আন্দোলনকারী নেতা ভাস্কর ঘোষ। এদিকে গতকালকের অভিযানের পর আজ আবার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। এই সবের মাঝে নবান্নের সরকারি কর্মীদের অফিসে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। আর তাই অনেক সরকারি কর্মীই নাকি নবান্নেই রাত কাটিয়েছেন। (আরও পড়ুন: নবান্ন অভিযানে ডিএ আন্দোলনকারীরাও, জারি সরকারি কর্মীদের বেতন সংক্রান্ত বিজ্ঞপ্তি)
আরও পড়ুন: 'RG করের বোনটিকে উৎসর্গ…', প্রতিবাদীদের 'মন গলাতে' বার্তা মমতার
উল্লেখ্য, গতকাল নবান্ন অভিযান ঘিড়ে গোটা এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হলেও বিক্ষোভকারীরা প্রশাসনিক ভবনের খুব কাছে পৌঁছে গিয়েছিলেন। এর জেরে নবান্নর ভিতরে কর্মীদের মধ্যেও সাময়িক উত্তেজনা ছড়িয়েছিল। পরে অফিস থেকে ফেরার পথেও যথেষ্ট বেগ পেতে হয় অনেক সরকারি কর্মীকে। তবে আজকে বনধ ডাকায় অনেকেই নবান্নেই থেকে গিয়েছিলেন বলে জানা গিয়েছে। বনধের আবহে পরিবহণের কী হাল থাকবে, সেই বিষয়ে সংশয়ে থাকায় অনেক সরকারি কর্মীই রাত কাটান নবান্নে। প্রসঙ্গত, গতকাল দুপুর ৩টে নাগাদ হাওড়ার চ্যাটার্জি হাটের দিকে থেকে বেশ কয়েক জন আন্দোলনকারীকে নবান্নের উত্তর গেটের দিকে এগিয়ে যান। শেষ পর্যন্ত তাদের নবান্নের গেটের ১০০ মিটার আগে আটকে দেওয়া হয়।
আরও পড়ুন: আজ পথে নামছে আরজি কর, বনধে সায় আছে প্রতিবাদী চিকিৎসকদের?