গতকাল সোমবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানে শিল্প সম্মেলন করে তাক লাগিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার সেই সফরের দ্বিতীয় দিন। তাই সেখানে একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে আজ, মঙ্গলবার আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। আজ উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন।
গতকাল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করেন জল্পেশ মন্দির চত্বরে নির্মিত নতুন স্কাইওয়াকের। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকার পাঁচ কোটি টাকা বরাদ্দ করেছিল। যার মধ্যে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আধুনিক স্কাইওয়াক। উত্তরবঙ্গ থেকে দিঘা ৬টি ভলভো বাসের ব্যবস্থাও করেন মুখ্যমন্ত্রী। ফলে এখন সহজে দিঘার জগন্নাথধাম দেখতে যেতে পারবেন উত্তরবঙ্গের মানুষজন। তার সঙ্গে শিলিগুড়িতে কনভেনশন সেন্টার–সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: প্রাতঃভ্রমণ থেকে কয়লা ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ, পুরুলিয়া জুড়ে তদন্তে পুলিশ
এদিকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে ঠাসা কর্মসূচি থাকছে। দ্বিতীয় দিনে আজ ডাবগ্রামের ভিডিয়োকন গ্রাউন্ডে আয়োজিত হবে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি। এই কর্মসূচি থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের বাসিন্দাদের হাতে নানা সরকারি প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে খবর। তাই আজ সকাল থেকে সাজসাজ রব শুরু হয়েছে। কড়া নিরাপত্তা বেষ্টনিতে মুড়ে ফেলা হয়েছে এলাকা থেকে সভামঞ্চ। ভিড় বাড়তে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য।
অন্যদিকে উত্তরবঙ্গে বিনিয়োগের ছবিটাও কিছুটা স্পষ্ট হবে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচি থেকে। ইতিমধ্যেই হর্ষ নেওটিয়া, সত্যম রায়চৌধুরী–সহ একাধিক শিল্পপতি উত্তরবঙ্গে বিনিয়োগ করবেন বলে কথা দিয়েছেন। মুখ্যমন্ত্রীর হাতেই মেয়েদের জন্য আবাসিক স্কুল উদ্বোধন হয়েছে। যা টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর। আজ আবার মুখ্যমন্ত্রী কয়েক হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। সুতরাং সাধারণ মানুষ উদগ্রীব হয়ে রয়েছেন নতুন কিছু শোনার জন্য।