
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
তৃণমূলে নব জোয়ার কর্মসূচির মাধ্যমে প্রথম জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দিনহাটা থেকেই মানুষের পঞ্চায়েত গড়ার জন্য জনগণকে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাহেবগঞ্জের মাঠ থেকে একশো দিনের কাজ এবং আবাস যোজনার টাকা নিয়ে আওয়াজ তুলতে আহ্বান করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনের দামামা এখান থেকেই বাজিয়ে দিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এদিকে পঞ্চায়েত নির্বাচনে নিজের প্রার্থী নিজে বাঁচুন আওয়াজ তোলেন অভিষেক। আর মানুষের ভিড়ের উদ্দেশে বলেন, ‘এবার মানুষের পঞ্চায়েত গড়ে তোলা হবে। তাই নিজের প্রার্থী গোপন ব্যালটে নিজে বাছুন। আপনারাই হবেন পঞ্চায়েতের পাহারাদার। আমি কথা দিয়ে যাচ্ছি, আপনারা যে প্রার্থী ঠিক করে দেবেন আমরা তাঁকে সর্বশক্তি দিয়ে জিতিয়ে নিয়ে আসব। যাতে আপনাদের প্রার্থী আপনাদের পরিষেবা দিতে বদ্ধপরিকর থাকে। এখানে দলের কেউ প্রার্থী ঠিক করবেন না। প্রার্থী ঠিক করবেন আপনারা।’
কেন্দ্রের উদ্দেশে কী তোপ দাগলেন অভিষেক? অন্যদিকে সাধারণ মানুষের অধিকার এবং প্রাপ্য কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে বলে সোচ্চার হন তিনি। সাহেবগঞ্জের ফুটবল মাঠ যখন কানায় কানায় ভর্তি তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে ভোট নেওয়া হয়েছে। ধর্ম আর পৃথক রাজ্যের সুড়সুড়ি দিয়ে ভোট নেওয়া হয়েছে। মোদীর ৫৬ ইঞ্চির ছাতি ও বালাকোটের নামে আর ভোট নয়। আগামী দিনে পঞ্চায়েতের কথা ভেবে ভোট দেবেন। ভোট দিতে হবে নিজের অধিকার বুঝে নিতে। আগামী পাঁচ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই কর্মসূচি। আমরা চাই শান্তিপূর্ণ, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন। রাস্তা, আলো, জল থেকে মাথার ছাদ যাতে আপনারা পান সেদিকে লক্ষ্য রেখে ভোট দেবেন।’
আর কী বার্তা দিলেন? এখানে অভিষেক একটি বিকল্প পথের কথাও বলেছেন। যাঁরা লাইনে দাঁড়িয়ে গোপন ব্যালটের মাধ্যমে প্রার্থীর ক্ষেত্রে ভোট দিতে পারবেন না তাঁদের জন্য রয়েছে বিকল্প পথ। এই বিষয়ে অভিষেক মানুষের জমায়েতের উদ্দেশে বলেন, ‘সাহেবগঞ্জের মানুষ সাহেবগঞ্জের প্রার্থী ঠিক করবে, বামনহাটের মানুষ বামনহাটের প্রার্থী ঠিক করবে। তৃণমূলে নব জোয়ার মানে উন্নয়নের জোয়ার। গোপন ব্যালটে ভোট দিতে না পারলে ফোন করবেন নির্ভয়ে নির্দ্বিধায় জানাবেন। এই ৭৭৮৮৮৭৭৭৭ নম্বরে পছন্দের প্রার্থীর নাম জানান। ১০০ দিনের টাকা যাতে দিল্লি থেকে ছিনিয়ে আনা যায় সেই জন্য পঞ্চায়েত ভোট দিতে হবে। নিজের স্বাস্থ্য, শিক্ষা, রাস্তা বাসস্থানের দাবিতে পঞ্চায়েতে ভোট দিন। তৃণমূল কংগ্রেস মানুষের পঞ্চায়েত গড়তে চায়।’
৳7,777 IPL 2025 Sports Bonus