
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যখন বারবার বাঙালি - অবাঙালি বিভাজনের অভিযোগ উঠছে তখন আসানসোলে এসে বাংলার মাটিকে প্রণাম জানালেন বিহারের বিজেপি সাংসদ। এদিন আসানসোলের বাসিন্দা বিহারীদের বিধানসভা নির্বাচনে সেরাজ্যে গিয়ে ভোট দিয়ে আসার অনুরোধ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - মাটির সহনক্ষমতার বাইরে বর্জ্য, বেলগাছিয়া ভাগাড় নিয়ে বিপদের আশঙ্কা বিজ্ঞানীদের
আরও পড়ুন - তৃণমূল কংগ্রেস আয়োজিত ইফতারে নেতা–কর্মীদের মেনুতে বৈষম্য, অভিযোগ অন্দরে
আরও পড়ুন - যুবককে উত্তর কলকাতার যৌনপল্লিতে আটকে চলল ব্ল্যাকমেল, মোটা টাকা নিতেই গ্রেফতার
মঙ্গলবার দলীয় কর্মসূচিতে আসানসোলে এসেছিলেন বিহারের মধুবনীর সাংসদ অশোক কুমার যাদব। সেখানে বাংলা ও বিহারের যৌথ ইতিহাসের স্মৃতিচারণ করেন তিনি বলেন, ‘বাংলা ও বিহার একটা সময় একই রাজ্য ছিল। বাংলার মাটিকে প্রণাম জানাই। এখানে বিহারের মানুষের কর্মসংস্থান হয়েছে। সম্মানের সঙ্গে জীবন যাপনের অধিকার দেয়া হয়েছে। বিহারের লোক নিজেদের প্রতিভা ও পরিশ্রমের মাধ্যমে বাংলাকে বিকশিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে’।
মঙ্গলবার আসানসোল দক্ষিণের বিধানসভা এলাকায় বার্নপুরে বিধায়ক অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির এক কর্মসূচিতে উপস্থিত ছিলেন অশোক কুমার যাদব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলার ভূয়সী প্রশংসা করেন তিনি। পাশাপাশি তিনি এও বলেন ২০০৫ সালের পরে এনডিএ সরকারের নেতৃত্বে বিহারে অনেক উন্নয়ন হয়েছে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। ভোটের সময় সেখানে গিয়ে সেরাজ্যের ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন তিনি ।
আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, ২০২৬ এ নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দিভাষীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া শুরু করছে। তিনি বুঝে গিয়েছেন যে অবাঙালিরা তাঁর চালাকি ধরে ফেলেছে। তাই বাঙালিয়ানার নামে ভেদাভেদের রাজনীতি করতে চাইছেন তিনি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports