এবার রায়চকে গিয়ে থাকতে পারবেন তাজের রিসর্টে। কারণ রায়চকের তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা চালাবে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি। যে রিসর্ট আদতে অম্বুজা নেওয়াটিয়া গ্রুপের হাতে আছে। গত মাসের একেবারে শেষের দিকে দুই সংস্থার চুক্তি স্বাক্ষরও হয়ে গিয়েছে। সেই রিসর্ট হাতে পাওয়ার ফলে পশ্চিমবঙ্গে টাটা গ্রুপের ইন্ডিয়ান হোটেলস কোম্পানির হাতে (Taj, SeleQtions, Vivanta এবং Ginger ব্র্যান্ডেরও আওতায়) মোট হোটেলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। তার মধ্যে পাঁচটি হোটেলের কাজ চলছে।
আরও পড়ুন: PPF Investment Tips: বছরে PPF অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা দিন, তাহলেই ১৭ বছর পর ১ কোটি পাবেন দম্পতিরা!
সেই চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার পুনীত ছাতওয়াল, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওয়াটিয়া। সেই অনুষ্ঠানে ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জানান, উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে হোটেল ব্যবসায় পশ্চিমবঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের প্রচুর সম্ভাবনা আছে।
আরও পড়ুন: মাত্র ৫০ টাকা করে জমালেই ফেরত পাবেন গাড়ি কেনার টাকা! জানুন কীভাবে
ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আরও জানান, রায়চকে তাজ গঙ্গা কুটির রিসর্ট অ্যান্ড স্পা চালানোর চুক্তি করার ফলে পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান হোটেলস কোম্পানির পায়ের তলা জমি আরও শক্ত হল। ওই রিসর্টে বাণিজ্যিক এবং ভ্রমণ সংক্রান্ত আরও সুযোগ-সুবিধা প্রদান করা হবে। যা কলকাতা এবং দার্জিলিঙে টাটা গ্রুপের হাতে থাকা হোটেলের সঙ্গে সমান্তরালভাবে কাজ করবে।