চা বাগানের মহিলা শ্রমিকদের সন্তান কোলে নিয়ে কাজ করতে দেখা যায়। তাই চা বাগানের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে বাচ্চাদের রাখার জন্য চা বাগান সংলগ্ন এলাকাতেই ক্রেশ তৈরি করবে রাজ্য সরকার। এছাড়াও, পরিচয় পত্র দেওয়া হবে চা বাগানের শ্রমিকদের। রাজ্য সরকারের এই উদ্যোগের কথা ঘোষণা করেছেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গতকাল জলপাইগুড়ির মালবাজারে কর্মীসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। সেই কর্মীসভা থেকেই রাজ্য সরকারের এই উদ্যোগের কথা ঘোষণা করেন অভিষেক। এর পাশাপাশি শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ক্রেশের কথা ঘোষণা করেছেন সেখানে আড়াইহাজার বাচ্চা রাখার ব্যবস্থা করা হবে। অভিষেক বলেন, ‘মহিলা চা শ্রমিকদের পিঠে বাচ্চা বেঁধে কাজ করতে হয়। তাই আমি আপনাদের সমস্যা দূর করতে চাই। ক্রেশে বাচ্চাদের রেখে আপনারা কাজ করতে পারবেন।’ এ প্রসঙ্গে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে চাওয়ালা হয়েও চা বাগানে যারা কাজ করেন তাদের খোঁজ খবর রাখেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকলেও আপনাদের দিকে নজর রেখেছেন।’