ব্যান্ডেল-শক্তিগড় শাখায় ব্যান্ডেল এবং মগরায় তৃতীয় লাইন সম্প্রসারণের কাজ চলবে। সেজন্য ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশনে ৭২ ঘণ্টা (শুক্রবার দুপুর তিনটে থেকে সোমবার দুপুর তিনটে পর্যন্ত) ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক চলবে।সেই পরিস্থিতিতে ওই ৭২ ঘণ্টা অধিকাংশ লোকাল ট্রেন বাতিল থাকবে। ওই তিনদিন কোন কোন স্পেশাল ট্রেন চলবে; যে লোকাল ট্রেনগুলি, সেগুলির সময়সূচি পুরো দেখে নিন -শুক্রবার (২৭ মে) কোন কোন ট্রেন বাতিল থাকবে?১) হাওড়া থেকে শেষ ব্যান্ডেল লোকাল ছাড়বে দুপুর ১ টা ৩৩ মিনিটে।২) শেষ হাওড়া-বর্ধমান লোকাল: বেলা ১২ টা ৩০ মিনিট।৩) শেষ হাওড়া-কাটোয়া লোকাল: বেলা ১২ টা ১০ মিনিট।৪) শেষ বর্ধমান-হাওড়া লোকাল: বেলা ১২ টা ২৫ মিনিট।৫) শেষ কাটোয়া-হাওড়া লোকাল: সকাল ১০ টা ২০ মিনিট।৬) শেষ ব্যান্ডেল-হাওড়া লোকাল: দুপুর ২ টো ১২ মিনিট।৭) শেষ কাটোয়া-ব্যান্ডেল লোকাল: সকাল ১১ টা ১০ মিনিট।৮) শেষ নৈহাটি-ব্যান্ডেল লোকাল: দুপুর ১ টা ৩০ মিনিট।৯) শেষ ব্যান্ডেল-কাটোয়া লোকাল: দুপুর ২ টো ৩৫ মিনিট।১০) শেষ ব্যান্ডেল-নৈহাটি লোকাল: বেলা ১২ টা ৫২ মিনিট।তাছাড়াও দু'জোড়া হাওড়া-মেমারি-হাওড়া লোকাল, এক জোড়া শিয়ালদহ-বর্ধমান-শিয়ালদহ লোকাল এবং এক জোড়া শিয়ালদহ-কাটোয়া-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। সেইসঙ্গে শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমুও বাতিল রাখা হয়েছে।শুক্রবার (২৭ মে) কোথা থেকে স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে?১) হাওড়া এবং চুঁচুড়ার মধ্যে আট জোড়া লোকাল ট্রেন চলবে (দুপুর ২ টো ৪০ মিনিট থেকে রাত ১১ টা ১২ মিনিটের মধ্যে)।২) বর্ধমান এবং খন্যানের মধ্যে সাত জোড়া লোকাল ট্রেন চলবে (দুপুর ২ টো ৪০ মিনিট থেকে রাত ১১ টা ৩০ মিনিটের মধ্যে)।৩) কাটোয়া এবং ত্রিবেণীর মধ্যে ছয় জোড়া লোকাল ট্রেন চলবে (দুপুর ১ টা থেকে রাত ১১ টা ৪৫ মিনিটের মধ্যে)।শনিবার (২৮ মে) এবং রবিবার (২৯ মে) কোন কোন ট্রেন বাতিল থাকবে?ব্যান্ডেল থেকে ছাড়া, ব্যান্ডেল পর্যন্ত আসা বা ব্যান্ডেলের উপর দিয়ে যাওয়ার সমস্ত লোকাল/মেমু/ প্যাসেঞ্জার ট্রেন (কয়েকটি ঘুরপথে যাওয়া ছাড়া) সব ট্রেন বাতিল থাকবে।শনিবার (২৮ মে) এবং রবিবার (২৯ মে) কোথা থেকে স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে?১) হাওড়া এবং চুঁচুড়ার মধ্যে ১৮ জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা থেকে রাত ১১ টা ১২ মিনিটের মধ্যে)।২) বর্ধমান এবং খন্যানের মধ্যে ১৪ জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা ৫ মিনিট থেকে রাত ১১ টা ৩০ মিনিটের মধ্যে)।৩) কাটোয়া এবং ত্রিবেণীর মধ্যে ১১ জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা ৪০ মিনিট থেকে রাত ১১ টা ৪৫ মিনিটের মধ্যে)। সোমবার (৩০ মে) কোন কোন ট্রেন বাতিল থাকবে?১) প্রথম হাওড়া-ব্যান্ডেল লোকাল: দুপুর ২ টো ৪০ মিনিটে।২) প্রথম হাওড়া-বর্ধমান লোকাল: দুপুর ২ টো ২০ মিনিট।৩) প্রথম হাওড়া-কাটোয়া লোকাল: দুপুর ২ টো ৩০ মিনিটে।৪) প্রথম বর্ধমান-হাওড়া লোকাল: দুপুর ২ টো ৪০ মিনিটে।৫) প্রথম কাটোয়া-হাওড়া লোকাল: দুপুর ২ টো ৪৫ মিনিটে।৬) প্রথম ব্যান্ডেল-হাওড়া লোকাল: দুপুর ৩ টে ১০ মিনিটে।৭) প্রথম কাটোয়া-ব্যান্ডেল লোকাল: দুপুর ১ টা ১৫ মিনিট।৮) প্রথম নৈহাটি-ব্যান্ডেল লোকাল: বিকেল ৪ টে ৮ মিনিট।৯) প্রথম ব্যান্ডেল-কাটোয়া লোকাল: বিকেল ৪ টে ৩০ মিনিট।১০) প্রথম ব্যান্ডেল-নৈহাটি লোকাল: দুপুর ৩ টে ৪১ মিনিট।তাছাড়াও দু'জোড়া হাওড়া-মেমারি-হাওড়া লোকাল, এক জোড়া শিয়ালদহ-বর্ধমান-শিয়ালদহ লোকাল এবং এক জোড়া শিয়ালদহ-কাটোয়া-শিয়ালদহ লোকাল বাতিল থাকবে। সেইসঙ্গে শিয়ালদহ এবং জঙ্গিপুরের মধ্যে এক জোড়া মেমুও বাতিল রাখা হয়েছে।সোমবার (৩০ মে) কোথা থেকে স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে?১) হাওড়া এবং চুঁচুড়ার মধ্যে ১০ জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা থেকে দুপুর ৩ টে ৫৭ মিনিটের মধ্যে)।২) বর্ধমান এবং খন্যানের মধ্যে সাত জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা ৫ মিনিট থেকে দুপুর ২ টো ৩৫ মিনিটের মধ্যে)।৩) কাটোয়া এবং ত্রিবেণীর মধ্যে ১১ জোড়া লোকাল ট্রেন চলবে (ভোর ৫ টা ৪০ মিনিট থেকে দুপুর ৩ টে ১০ মিনিটের মধ্যে)।